ব্যাঙ্ককে মোদির পাশেই বসলেন ইউনূস! তবে কি এবার বরফ গলল? শুক্রবার কী প্ল্যান দুই রাষ্ট্র প্রধানের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : থাইল্যান্ডের ব্যাঙ্ককে চলছে বিমসটেক সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ব্যাঙ্কক উড়ে গিয়েছেন আজই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও বিমসটেক সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন ব্যাঙ্ককে। বৃহস্পতিবার বিমসটেক সম্মেলন মঞ্চে মোদি ও ইউনূস (Narendra Modi-Mohammad Yunus) পাশাপাশি আসনে বসেই শুনলেন বক্তৃতা।

ব্যাঙ্ককে পাশাপাশি মোদি-ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)

তবে একে অপরকে দেখেও যেন দেখতে পেলেন না দুই রাষ্ট্র প্রধান! সূত্রের খবর, সম্মেলন মঞ্চে সৌজন্য বিনিময় ছাড়া বিশেষ কোনও কথাই হয়নি মোদি-ইউনূসের (Narendra Modi-Mohammad Yunus) মধ্যে। এই আবহেই খবর, ব্যাঙ্ককে আগামী শুক্রবার মুখোমুখি বৈঠকে বসতে পারেন ভারতের (India) প্রধানমন্ত্রী ও বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন : সাক্ষাৎ মৃত্যুপুরী মায়ানমার, ধ্বংসাবশেষ সরাতে গিয়ে যা দেখলেন উদ্ধারকারীরা… শুনলে শিউরে উঠবেন!

বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ ও সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগামহীন অত্যাচারের ঘটনা চিন্তায় ফেলেছে দিল্লিকে। কূটনৈতিক মহলের ধারণা, বৈঠকের খবর যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বেশ কড়া ভাষায় আক্রমণ করতে পারেন মোদি। বুধবার বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান (Khalilur Rahaman) দাবি করেন, তাদের কাছে খবর রয়েছে আগামী শুক্রবার মহম্মদ ইউনূসের সাথে মুখোমুখি বৈঠক হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন : PNB’তে অ্যাকাউন্ট আছে? শিগগিরই সেরে ফেলুন এই কাজ! হাতে আছে আর মাত্র এক সপ্তাহ

বৃহস্পতিবার আরও কয়েকটি সূত্র দাবি করেছে, শুক্রবারের বৈঠকের বিষয়টি একেবারে নিশ্চিত। যদিও এই বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি দিল্লি। ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠকে ইচ্ছুক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Narendra Modi-Mohammad Yunus)।

Narendra Modi-Mohammad Yunus in bimstec

এই মর্মে বেশ কিছুদিন আগে ঢাকার তরফে সরকারিভাবে আবেদন জানানো হয় দিল্লির কাছে। বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি জানান, ‘ঢাকার অনুরোধের বিষয়টি বিবেচনাধীন।’ প্রধানমন্ত্রীর ব্যাঙ্ককে পা রাখার সাথেসাথেই একাধিক সূত্র দাবি করতে শুরু করেছে, বড় কোনও অঘটন না ঘটলে আগামী শুক্রবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মোদি-ইউনূস।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X