সাধ্যের মধ্যে প্রত্যেকের ঘরে এসে পৌঁছে দেওয়ার ভাবনা মোদি সরকারের!

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তেজনার পারদ যেমন চড়েছে তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উষ্ণতার পারদও। সেই কথা মাথায় রেখেই দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এবার গ্রীষ্মের দাবদাহ থেকে দরিদ্রদের বাঁচানোর জন্য অভিনব চিন্তা ভাবনা প্রধানমন্ত্রীর। সাধ্যের মধ্যে প্রত্যেকের ঘরে এসে পৌঁছে দিতে এবার ইইএসএল নামক সরকারি সংস্থা বাজারে এসি নিয়ে আসছে।

তুলনামূলকভাবে অন্যান্য এসির থেকে এই এসির দাম অনেকটাই কম হবে। এবং এই এসি কম বিদ্যুৎেও ব্যবহার করা যাবে।

অনলাইনেও পাওয়া যাবে এই এসি যা অর্ডার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের বাড়ি এসে পৌঁছে যাবে। আশা করা যাচ্ছে জুলাই মধ্যেই মার্কেটে চলে আসবে এই এসি।

X