প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় দেশবাসীকে চমকে দিয়েছিলেন নোট-বাতিল করে। আবার তিনি চমক দিতে চান দ্বিতীয় দফাতেও। জানা গেছে এবার বেকারত্বে রাশ টানতে এক অভিনব পদক্ষেপের পরিকল্পনা করেছেন মোদী।
সরকারি তরফে জানা গিয়েছে, মোদী এবার দেশজুড়ে অর্থনৈতিক সমীক্ষা করাবেন। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হবে, ‘দেশে বেকারের সংখ্যা’ ‘আরও কত মানুষের কর্মসংস্থানের প্রয়োজন’ সমস্ত বিষয়।
সমীক্ষা চালানো হবে সর্বস্তরে। এই সমীক্ষার আওতায় আনা হবে ঠেলাওয়ালা থেকে ফুটপাথে যাঁদের দোকান রয়েছে সকলকে। সব মিলিয়ে সমীক্ষা করা হবে ২৭ কোটি বাড়ি ও ৭ কোটি সংস্থায়। জনগণনা করার নিয়ম অনুসারেই এই সমীক্ষার কাজ করা হবে। সমীক্ষার কাজ শুরু হবে জুনের শেষের দিকে। রিপোর্ট তৈরি করা হবে ছ’মাসের মধ্যে। ১২ লক্ষ সমীক্ষক তথ্য সংগ্রহ করবেন সমস্ত বাড়ি এবং দোকানে গিয়ে।
সেই তথ্য সংগ্রহের পর তা যাচাই করে ফাইনাল রিপোর্ট তৈরি করবেন NSSO ও MSME আধিকারিকরা। উল্লেখ্য, চাষবাস, প্রতিরক্ষা, সরকারি অফিস, সামাজিক সুরক্ষার পরিষেবাগুলিকে বাদ দেওয়া হয়েছে এই সমীক্ষার আওতা থেকে।