বাংলাহান্ট ডেস্ক : মুম্বইয়ে ২৬/১১ হামলার ঘটনার মূলচক্রী তাহাউর রানাকে অবশেষে নিজেদের কব্জায় পেয়েছে ভারত। সদ্য তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এ দেশে। আর রানা ভারতের মাটি স্পর্শ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি পুরনো টুইট। দীর্ঘ ১৪ বছর পুরনো টুইটটি সম্প্রতি নতুন করে নজর কেড়ে নিচ্ছে সকলের। কিন্তু কী আছে সেখানে?
তাহাউর রানা ফিরতেই ভাইরাল মোদীর (Narendra Modi) পুরনো টুইট
তাহাউর রানাকে আমেরিকার ছাড়পত্র দেওয়া নিয়ে ভারতে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মোদী (Narendra Modi)। টুইটে তিনি লিখেছিলেন, ‘মুম্বই হামলায় জড়িত তাহাউর রানাকে আমেরিকার নির্দোষ তকমা দেওয়া ভারতের সার্বভৌমত্বে আঘাত করে। বিদেশ নীতির অবনতি এটা’। ২০১১ সালের এই টুইটে তখনকার কংগ্রেস শাসিত সরকারকে কটাক্ষ শানিয়েছিলেন মোদী (Narendra Modi)।
কী ছিল টুইটে: তখনও দেশের প্রধানমন্ত্রী হননি নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর পুরনো টুইটটি যখন নতুন করে ভাইরাল হচ্ছে, তখন তিনি তৃতীয় বারের জন্য ফিরেছেন ভারতের প্রধান হিসেবে। টুইটটি নতুন করে চর্চায় উঠে আসতে অনেকে মোদীর প্রশংসাও করেছেন। প্রাক্তন সরকার যা করতে পারেনি, তা করে দেখিয়েছে মোদী (Narendra Modi) সরকার। ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ বলেও মন্তব্য করছেন অনেকে। সেই সঙ্গে রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের দীর্ঘদিনের দাবি পূ্রণ হওয়া নিয়েও চলছে আলোচনা।
US declaring Tahawwur Rana innocent in Mumbai attack has disgraced the sovereignty of India & it is a “major foreign policy setback”
— Narendra Modi (@narendramodi) June 10, 2011
আরো পড়ুন : ১০-২০ হাজার নয়, বিদ্যুতের খরচ নাকি ১ লক্ষ! কঙ্গনার ‘বিল কাণ্ড’ নিয়ে জবাব বোর্ডের
ভারতকে প্রত্যর্পণ করা হয়েছে রানাকে: উল্লেখ্য, দিল্লিতে পা রাখতেই তাহাউর রানাকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট এজেন্সি। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, মার্কিন আধিকারিকদের সহায়তায় প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে রানাকে। পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত ১৮ দিনের NIA হেফাজতে রয়েছেন তাহাউর রানা।
আরো পড়ুন : “শাহরুখ আর মানুষ নেই”, কেন বন্ধ করলেন একসঙ্গে কাজ? ‘বাদশা’কে নিয়ে ফের বিষ্ফোরক অভিজিৎ
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত তাহাউর রানাকে ভারতকে (India) প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। পালটা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন রানা, যা ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন ছিল এতদিন। তারপর ওই বেঞ্চও অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে (India) প্রত্যর্পণের ক্ষেত্রে সায় দেয়। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সফরে গিয়ে টৃরাযৃপেঊ সঙ্গে বৈঠক করেন মোদী। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের হাতে প্রত্যর্পণ করা হবে তাহাউর রানাকে।