2014 সালে কংগ্রেসকে সরিয়ে বিজেপি সরকারের দেশে শাসন কায়েম করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কারোর থেকে থাকে, তিনি হলেন নরেন্দ্র দামোদর দাস মোদি (Narendra Modi)। 2014 সালে মোদি ঝড়ের সামনে কার্যত উড়ে গিয়েছিল সকল শক্তি। এরপর থেকে দীর্ঘ আট বছর ধরে প্রধানমন্ত্রী পদে বিরাজ করে চলেছেন তিনি।
আগামী 2024 লোকসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদির বিরুদ্ধে লড়াই করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে সকল বিরোধী দলগুলি। বিজেপির পক্ষ থেকেও এই পদে অন্য কাউকে আনার কোনো রকম পরিকল্পনা নেই; মাঝপথে অবশ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম শোনা গেলেও তা ছিল নিছকই গুজব; তবে গতকাল মোদির একটি বক্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা! এমনকি, জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আদেও কি 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকবেন মোদি, নাকি অন্য কাউকে দলের মুখ হিসেবে তুলে ধরবে কেন্দ্র সরকার! গতকাল কি কেমন বললেন তিনি?
গতকাল গুজরাটে বিজেপি সরকারের একাধিক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, “বর্তমানে আমাদের সরকারের প্রধান লক্ষ্য হলো মানুষের কাছে 100 ভাগ সুবিধা পৌঁছে দেওয়া। আমরা সর্বদাই যেকোনো বঞ্চনা কিংবা ভেদাভেদের অবসান ঘটাতে চাই।” এরপরেই মোদির এক মন্তব্য ঘিরে আলোড়ন পড়ে যায়। তিনি এক বড় বিরোধী নেতার কথা উল্লেখ করে বলেন, “সম্প্রতি বিরোধী দলের এক বড়ো নেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। বলে রাখা ভাল, সেই নেতাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। পরবর্তীতে তিনি আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে প্রশ্ন করলে আমি তাঁকে বলি যে, দেশের মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই হলো আমার লক্ষ্য। সেই কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।”
মোদি আরো বলেন, “উনি(বিরোধী নেতা) জানেন না যে আমি কি ধাতু দিয়ে তৈরি হয়েছি। গুজরাটের মাটিতে বেড়ে উঠেছি আমি। উনি মনে করেন যে, দুবার প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মানে সব কাজ শেষ, আমি তা মনে করিনা। আমার প্রধান লক্ষ্য হলো, মানুষের জন্য 100% কাজ করা। 2014 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে দেশে আমূল পরিবর্তন এসেছে; বর্তমানে শৌচালয় থেকে বিদ্যুৎ এবং একাধিক সুযোগ সুবিধা পৌঁছে গেছে দেশের প্রতিটি মানুষের কাছে। এটাই আমাকে অন্যান্য সকল রাজনীতিবিদদের থেকে আলাদা করে।”
গুজরাটে এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বলেন, “আমার বিরুদ্ধে একাধিক সময় নানান গুজব রটতে দেখা যায়। অনেক সময় শুনি, আমি নাকি অসুস্থ হয়ে পড়েছি আবার কখনো গুজব রটিয়ে দেওয়া হয় যে, আমার জীবন নাকি সংশয়ে রয়েছে। তবে আমি এতে কর্ণপাত করি না, কারণ আমি জানি দেশের কোটি কোটি মায়ের আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে। আমার কিছু হবে না।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা উঠতে শুরু করে যে, মোদি কি 2024 সালের লোকসভা নির্বাচনের পূর্বে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে লড়ার প্রসঙ্গেই এই সকল মন্তব্য করেছেন? অবশ্য এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তা অবশ্য সময়ই বলবে।