দেবীর শক্তি তুলে ধরলেন গোটা দেশের সামনে, অবশেষে মা কালী বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে চলছে একটি তথ্যচিত্রের জন্য দেবী কালীর পোস্টারকে ঘিরে বিতর্ক। আর সেই পোস্টারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন সাংসদ (MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। গোটা ঘটনা নিয়ে রীতিমতো তপ্ত হয়ে ওঠে সারা দেশের রাজনীতি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার দেবী কালী নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সুকৌশলে তার ভাষণের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন গোটা দেশ মা কালীর জন্য সমর্পিত।

আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয় একটি ভার্চুয়াল সভার। সেই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় তার মুখে শোনা যায় কালীস্তুতির কথা। মোদি বলেন, “রামকৃষ্ণ পরমহংস মা কালীর দর্শন পেয়েছিলেন। তিনি তার সর্বস্ব মা কালীর চরণে সমর্পিত করেন। গোটা ভুবন জুড়েই ব্যাপ্ত রয়েছে মা কালীর চেতনা। বাংলার কালী পুজো সেই চেতনাকে জাগ্রত করে। গোটা দেশ তথা গোটা বিশ্ব মা কালীর প্রতি শ্রদ্ধাশীল।”

স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে মোদী বলেন, “মা কালীর চেতনাই স্বামী বিবেকানন্দকে বিশ্ব মানব গড়ে তুলছে সাহায্য করেছিল।” পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং মায়ের চেতনা স্বামী বিবেকানন্দের মধ্যে জাগিয়ে তোলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তার সংযোজন, “আমি আত্মস্থানন্দের মধ্যেও সেই চেতনার রূপ দেখতে পাই। আমি তার মধ্যে শক্তি সাধনার সামর্থ্য দেখেছি। আমাদের বিশ্বাস যখন পবিত্র হয় তখন আদ্যা শক্তি আমাদের পথ প্রদর্শন করেন। দেবী কালীর আশীর্বাদ সর্বদা ভারতের সাথে আছে।”

modi 10 1

তবে, গোটা ভাষণের মধ্যে সুকৌশলে দেবী কালী বিতর্ক এড়িয়ে যান মোদি। এই প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যর টুইট, “যেখানে তৃণমূল সারা দেশের কাছে মা কালীর নাম বদনাম করছে সেখানে বিজেপি ও নরেন্দ্র মোদি সারা দেশের কাছে মা কালীর শক্তিকে তুলে ধরছেন।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর