“ICU-তে রহিম ইয়ার খান এয়ারবেস”, পাকিস্তানের ক্ষত সামনে এনে ভারতের শক্তি বোঝালেন মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিকানের সফরে গিয়ে পাকিস্তানকে স্পষ্ট ও শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানকে এক বড় ক্ষত দিয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, “পাকিস্তান বারবার ওই ক্ষতের বিষয়টি অস্বীকার করে চলেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী পড়শি দেশের রহিম ইয়ার খান বিমানঘাঁটি এতটাই ধ্বংস করেছে যে সেটি এখন ICU-তে পৌঁছেছে।” মোদী বলেন, কবে সেটি খুলবে বা খুলবে কি না, তা তিনি জানেন না।

কী জানিয়েছেন মোদী (Narendra Modi):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তিনি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলেন। মোদী জানান যে, “পাকিস্তান ভারতের বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, কিন্তু একটি বিন্দুও ক্ষতি করতে পারেনি। তবে, এখান থেকে কিছু দূরে পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দেয়। তাদের বিমানঘাঁটি ICU-তে পড়ে আছে, জানি না কবে খুলবে….।”

২২ মিনিটে ২২ তারিখের প্রতিশোধ: মোদী (Narendra Modi) জানান, “২২ তারিখের হামলার জবাবে আমরা ২২ মিনিটে সন্ত্রাসবাদীদের ধ্বংস করে দিয়েছি। সিঁদুর বারুদে পরিণত হলে কী পরিণতি হয় তা বিশ্ব ও দেশের শত্রুরা দেখেছে। এটা কাকতালীয় যে পাঁচ বছর আগে বালাকোটে বিমান হামলা চালানোর পর আমার প্রথম জনসভা হয়েছিল রাজস্থানের সীমান্তে। এটা শুধু বীরভূমির তপস্যা। অপারেশন সিঁদুরের পর, রাজস্থানের সীমান্তে বিকানেরের বীর ভূমিতে আপনাদের মধ্যে আমার প্রথম জনসভা হচ্ছে।”

আরও পড়ুন: “ভারতের নির্দেশেই কাজ করছে বালোচিস্তান লিবারেশন আর্মি”, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে শুরু হইচই

পাক বিমানঘাঁটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে: জানিয়ে রাখি যে, গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেই সময় পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটিকে “টার্গেট” করে ধ্বংস করে। কিন্তু, আসল খেলা শুরু হয়েছিল ১০ মে। একের পর এক ৮ টি বিমানঘাঁটি ধ্বংস করেছে ভারত। যার মধ্যে রয়েছে নূর খান, রহিম ইয়ার খান এবং সারগোধা বিমানঘাঁটি। জানিয়ে রাখি যে, নূর খান পাকিস্তানের সবচেয়ে ভিভিআইপি এবং উচ্চ স্তরের সামরিক বিমান চলাচল কেন্দ্র। এই হামলার পর পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে হামলার পর শাহবাজ শরীফের নেতারা অস্থির হয়ে পড়েন এবং ভারত যাতে হামলা বন্ধ করে সেজন্য আমেরিকার কাছে মধ্যস্থতা চায়।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের! জায়গা পেলেন বৈভব সূর্যবংশী, কে কে রয়েছেন স্কোয়াডে?

রহিম ইয়ার খান এয়ারবেস: এবার আসি কিভাবে রহিম ইয়ার খান এয়ারবেস ICU-তে পৌঁছলো এই বিষয়ে! আসলে ভারতীয় সেনাবাহিনী রহিম ইয়ার খান বিমানঘাঁটি নিশানা করেছিল। ভারতীয় বিমানবাহিনীর আক্রমণ এতটাই সঠিক এবং শক্তিশালী ছিল যে ১৪ ফুট গভীর পর্যন্ত একটি গর্ত তৈরি হয়েছিল। যার ফলে তড়িঘড়ি করে বিমানবন্দর বন্ধ করতে হয়েছে। হামলার ১১ দিন পর ওই বিমানবন্দরের স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে গর্তটি ভরাট করতে দেখা গিয়েছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X