বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) ডিজিটাল লেনদেনের সংজ্ঞা পাল্টে দিয়েছে ইউপিআই (Unified Payments Interface)। ক্ষুদ্র-মাঝারি থেকে শুরু করে একাধিক বড় সংস্থা পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ভরসা রাখছে ইউপিআই-এর উপর। ইউপিআই (UPI) মাধ্যম ব্যবহার করে সহজেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চলে আসছে ব্যবসায়ীর অ্যাকাউন্টে।
ভারতের (India) ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর
তাই এবার ভারতের (India) ছোট ব্যবসায়ীদের মধ্যে ইউপিআই পরিষেবা আরও জনপ্রিয় করে তুলতে বড় উদ্যোগ নিল মোদি সরকার। BHIM অ্যাপের মাধ্যমে ছোট লেনদেনের ক্ষেত্রে ‘ইনসেনটিভ’ ঘোষণা করল কেন্দ্র। সূত্রের খবর, ১৯ মার্চ, অর্থাৎ বুধবার থেকেই ‘ইনসেনটিভের’ সুবিধা পাচ্ছেন BHIM অ্যাপ ব্যবহারকারীরা। মন্ত্রিসভার বৈঠকে এদিন এই বিষয়ে নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন : জোর ধাক্কা! জিতে গেলেন শুভেন্দু, হাইকোর্টের রায়ে মুখ পুড়ল রাজ্য সরকারের
“এক্স” হ্যান্ডলে এদিন একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন, ‘স্বল্পমূল্যের UPI লেনদেন প্রচারের ইনসেনটিভ স্কিম আজ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এই উদ্যোগ ডিজিটাল অর্থপ্রদানকে উৎসাহিত করবে এবং জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।’ জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনসেনটিভ প্রদান করতে কেন্দ্রীয় সরকার খরচ করতে চলেছে প্রায় ১৫০০ কোটি টাকা।
আরও পড়ুন : শুরুতেই ‘হিট’ পরশুরাম! পরিণীতা-ফুলকির TRP কত? বেঙ্গল টপারের নামে বড় চমক!
এই প্রকল্পের অধীনে, পার্সন টু মার্চেন্ট (ক্রেতাদের থেকে ব্যবসায়ী) ২০০০ টাকার লেনদেনের ক্ষেত্রে ০.১৫ শতাংশ ইনসেনটিভ প্রদান করা হবে ব্যবসায়ীকে। তবে বলে রাখা ভালো, এই ইনসেনটিভের সুবিধা কিন্তু পাবেন না বড় ব্যবসায়ীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইনসেনটিভ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পর সরকারের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারের লেনদেনকে আরও দ্রুত ও সহজ করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ।
পাশাপাশি ঋণের বর্ধিত অ্যাক্সেস সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেও উদ্যোগী সরকার। যার ফলে অতিরিক্ত চার্জ ছাড়াই অর্থ প্রদানের সুবিধা পাবেন আমজনতা। ছোট ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থ ছাড়াই ‘ইনসেনটিভ’ প্রকল্পের আওতায় ব্যবহার করতে পারবেন ইউপিআই পরিষেবা। অনুমোদিত ইনসেনটিভের ৮০ শতাংশ প্রতি তিন মাস অন্তর ব্যবসায়ীদের প্রদান করবে ব্যাঙ্ক । নববর্ষের আগে সরকারের এহেন উদ্যোগে তাই স্বাভাবিকভাবেই খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা।