খাদ্য এবং কৃষি সংগঠনের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী পেশ করলেন ৭৫ টাকার মুদ্রা

বাংলাহান্ট ডেস্কঃ দেশের খাদ্য এবং কৃষি সংগঠনের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) ৭৫ টাকার একটি স্মরণীয় মুদ্রা প্রকাশ করেছেন। পাশাপাশি শুক্রবার তিনি আটটি ফসলের ১৭ টি জৈব-চাষের জাতকেও উতসর্গ করেছেন।

আজকের ভারতে (India) বিশ্ব খাদ্য সুরক্ষার প্রতিশ্রুতি প্রদর্শন হচ্ছে। কৃষি থেকে শুরু করে দেশের বিভিন্ন ভাগে উন্নতি হচ্ছে।

সমগ্র বিশ্ব করোনা মহামারির মধ্যে ডুবে থাকলেও, আমাদের কৃষকেরা এবছর রেকর্ড পরিমাণে গম, ধান এবং ডাল জাতীয় সব ধরণের খাদ্যশস্য উৎপাদনে পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

modi 1 11

করোনা সংকটের মধ্যেও ভারত অপুষ্টির বিরুদ্ধে লড়াই করে চলেছে।

এই পরিস্থিতিতেও ভারত সরকার দরিদ্রদের জন্য প্রায় দেড় লাখ কোটি টাকার খাদ্যশস্য বিতরণ করেছে।

বিগত কয়েক মাস ধরে করোনা সংকটের মধ্যে অনাহার অপুষ্টি নিয়ে বিশ্বে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। কিন্তু ভারত সরকার গত ৭-৮ মাসে প্রায় ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করে এসেছে।

দেশবাসীকে অপুষ্টির হাত থেকে রক্ষা করতে প্রোটিন, আয়রন, জিঙ্ক মিশ্রিত খাদ্য উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
খাস্যশস্য উৎপাদনের জন্য ১৭ টি নতুন বীজ দেশের কৃষকদের দেওয়া হচ্ছে।

আসন্ন ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলট বছর হিসাবে ঘোষণা করা যেত পারে। এই বছরে বিশ্ব বড় দুটি সুবিধা পেতে চলেছে। পুষ্টিকর খাবার এবং কৃষকদের জমি।

২০২৩ সালকে আন্তর্জাতিক মিলট বছর হিসাবে ঘোষণা করার সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য আমি এফএওকে ধন্যবাদ জানাই।

narendra modi 1 3

এফএও-এর বিশ্ব খাদ্য কর্মসূচি এবছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আমরা খুবই গর্বিত। এখানে আমাদেরও ঐতিহাসিক অংশীদারিত্ব রয়েছে।

বিগত কয়েক বছর ধরে ভারতে অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার চিত্রকে এফএও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে।

২০১৪ সালের পর থেকে দেশকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারতের কৃষকরা, কৃষি বিজ্ঞানীরা, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা অপুষ্টির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দরিদ্র এবং দারিদ্র সীমার নীচে থাকা মানুষদের কাছে খাদ্যশস্য পৌঁছে দিয়েছে।

ভারতের কৃষক, কৃষি বিজ্ঞানী, অঙ্গনওয়াড়ি-আশা কর্মীরা, অপুষ্টি বিরোধী আন্দোলনের ভিত্তি।

গর্ভাবস্থা, শিক্ষার অভাব, তথ্যের অভাব, পরিষ্কার জলের অভাব, স্যানিটেশনের অভাবের মতো নানা বিষয়ে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে আমারা প্রত্যাশিত ফল পাইনি।

ভারতের ১৩০ কোটি মানুষের প্রতি আমাদের সম্মান প্রদর্শন এই ৭৫ টাকার বিশেষ মুদ্রা।

বিশ্ব খাদ্য দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর