পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান! তার আগে কোহলিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম দুই ম্যাচে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের পর বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুলের (KL Rahul) অসাধারণ ব্যাটিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জয় এনে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অভাবনীয় বোলিংয়ের পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আগ্রাসী শতরানে ভর করে আফগানদের উড়িয়ে দিল ভারত। ভারতের এই জয়ে বাকিদের মতোই অত্যন্ত আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ভারতীয় দল এর পরের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামবে। সেই মাঠে তাদের প্রতিপক্ষ হিসেবে উপস্থিত থাকবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। লড়াইটা যে একেবারেই সহজ নয় সেটা সকলেই জানেন। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে যায় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে।

bumrah rohit kohli

অবশ্য শুধুমাত্র ভারতীয় দল এই আত্মবিশ্বাসী হয়ে আহমেদাবাদ পৌঁছাবে এমনটা নয়। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে পাকিস্তানও। বিশ্বরেকর্ড গড়ে ৩৪৫ রানের অভাবনীয় টার্গেট তাড়া করে ঐতিহাসিক জয় পেয়েছেন মহম্মদ রিজওয়ানরা। ভারতীয় দলের চেয়ে তারা একদিন বেশি বিশ্রামও পাচ্ছে। সব মিলিয়ে ভারতের লড়াইটা আহমেদাবাদে একেবারেই সহজ হবে না।

আরও পড়ুন: দুরন্ত ছন্দে বুমরা, রোহিত, কোহলি! আফগানিস্তানকে ধ্বংস করে পাকিস্তানকে বার্তা দিলো ভারত

ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আফগানিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয়ের পর একটি বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। বলাই বাহুল্য যে আহমেদাবাদের ভারত বনাম পাকিস্তান ম্যাচে তিনি ছাড়াও দেশ-বিদেশের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। তার আগে মোদীর এই বার্তা ভারতীয় দলের মনোবল বাড়ায় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন: লখনৌতে শুরু ঝামেলা, মিটলো দিল্লিতে! নবীন উল হককে নিয়ে বড় মনের পরিচয় কোহলির, ভাইরাল ভিডিও

নিজের বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি স্মরণীয় জয় পাওয়ার পর আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স করে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয় তুলে নিল ভারতীয় দল। ভারতীয় দলকে এই হৃদয়ের জন্য মন থেকে অভিনন্দন জানাই।” এই বার্তা এবার বিরাট কোহলি দের ওপর বাড়তি কোনও প্রভাব পড়ে কিনা সেটাই দেখার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর