দিদি বলেন খেলা হবে! বিজেপি বলে চাকরি হবে, স্কুল হবে, হাসপাতাল হবে, মহিলাদের উন্নতি হবেঃ প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় একটি জনসভা করছেন। ৭ মার্চ ব্রিগেডের সমাবেশের পর এটাই বাংলায় প্রথম সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানুন আজকের সভা থেকে তিনি কি কি বললেন?

 

 

  • পুরুলিয়ার পবিত্র ভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যশালী মনে হচ্ছে।
  • ২ মে’র পর ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।
  • পুরুলিয়ার মানুষ জল সঙ্কটে ভোগে, এই সমস্যা তৈরি করেছে তৃণমূল।
  • পুরুলিয়ায় ট্যুরিজম উন্নত করা হবে।
  • দিদিকে কাজের হিসেব দিতে হবে।
  • এত বছর ধরে রাজত্ব করে একটি সেতুও বানাতে পারেনি দিদি।
  • বাম, তৃণমূল সরকার পুরুলিয়ার মানুষকে শুধু সঙ্কটই দিয়েছে।
  • এই চুরির খেলা আর চলবে না।
  • রাজ্যে মাফিয়া আছে, অনুপ্রবেশকারী আছে কিন্তু কেউ জেলে নেই, সবাই প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
  • পুরুলিয়াকে পিছিয়ে নিয়ে গেছে রাজ্য সরকার।
  • আমরা ক্ষমতায় এলে আদিবাসী, দলিতদের কর্মসংস্থান হবে।
  • দিদি বলেন খেলা হবে! বিজেপি বলে চাকরি হবে, স্কুল হবে, হাসপাতাল হবে, মহিলাদের উন্নতি হবে।
  • এই মাফিয়া রাজ আর চলবে না।
  • ২ মে বিজেপির সরকার গড়ার পর সব অত্যাচারীদের বিরুদ্ধে আইন মতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
  • ক্রিমিনাল, মাফিয়া আর দুর্নীতিবাজদের আইন জেলের হাওয়া খাওয়াবে।
  • বিজেপির আমলে আইন শৃঙ্খলা বজায় হবে।
  • ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।
  • এইবার ভয় নয়, এইবার শুধু জয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর