বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় একটি জনসভা করছেন। ৭ মার্চ ব্রিগেডের সমাবেশের পর এটাই বাংলায় প্রথম সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানুন আজকের সভা থেকে তিনি কি কি বললেন?
- পুরুলিয়ার পবিত্র ভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যশালী মনে হচ্ছে।
- ২ মে’র পর ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।
- পুরুলিয়ার মানুষ জল সঙ্কটে ভোগে, এই সমস্যা তৈরি করেছে তৃণমূল।
- পুরুলিয়ায় ট্যুরিজম উন্নত করা হবে।
- দিদিকে কাজের হিসেব দিতে হবে।
- এত বছর ধরে রাজত্ব করে একটি সেতুও বানাতে পারেনি দিদি।
- বাম, তৃণমূল সরকার পুরুলিয়ার মানুষকে শুধু সঙ্কটই দিয়েছে।
- এই চুরির খেলা আর চলবে না।
- রাজ্যে মাফিয়া আছে, অনুপ্রবেশকারী আছে কিন্তু কেউ জেলে নেই, সবাই প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
- পুরুলিয়াকে পিছিয়ে নিয়ে গেছে রাজ্য সরকার।
- আমরা ক্ষমতায় এলে আদিবাসী, দলিতদের কর্মসংস্থান হবে।
- দিদি বলেন খেলা হবে! বিজেপি বলে চাকরি হবে, স্কুল হবে, হাসপাতাল হবে, মহিলাদের উন্নতি হবে।
- এই মাফিয়া রাজ আর চলবে না।
- ২ মে বিজেপির সরকার গড়ার পর সব অত্যাচারীদের বিরুদ্ধে আইন মতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
- ক্রিমিনাল, মাফিয়া আর দুর্নীতিবাজদের আইন জেলের হাওয়া খাওয়াবে।
- বিজেপির আমলে আইন শৃঙ্খলা বজায় হবে।
- ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।
- এইবার ভয় নয়, এইবার শুধু জয়।