বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারতে তাঁর ক্যারিশমা সবাইকে পিছনে ফেলে দিয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষস্থান দখল করলেন ইন্ডিয়ান এক্সপ্রেসের বিচারে ‘এক্সপ্রেস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ানে’র (Most Influential Indian) তালিকায়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এই তালিকায় দেশের যে শীর্ষ ১০ জন প্রভাবশালীর নাম স্থান পেয়েছে, তাঁদের অধিকাংশই বিজেপি নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। অমিত শাহর পরেই তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই তালিকায় কত নম্বর স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
আরোও পড়ুন : ভোটের আগে এই তারিখে আসছে কেন্দ্রীয় বাহিনী! কোথায় মোতায়েন হবে সবথেকে বেশি? জানাল নির্বাচন কমিশন
বলে রাখা ভালো এই তালিকায় বিরোধীদের মধ্যে প্রথম স্থান দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া টুডের এই তালিকায় ১৫ তম স্থানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ১৬ নম্বর স্থানে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। মমতা ও রাহুলের থেকে একটু পিছিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্থান পেয়েছেন ১৭ নম্বর স্থানে।
আরোও পড়ুন : একধাক্কায় কমবে সময়, আরোও সহজ হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ! বড় উদ্যোগ রেলের
তালিকায় বিরোধী নেতা-নেত্রীদের উপরে স্থান পেয়েছেন এস জয়শঙ্কর, রাজনাথ সিং (Rajnath Singh), নির্মলা সীতারমণদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মাদের মতো বিজেপি মুখ্যমন্ত্রীরা মমতা-রাহুলদের উপরে অবস্থান করছেন এই তালিকায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছেন। গৌতম আদানি, মুকেশ আম্বানি(Mukesh Ambani) তালিকায় সেরা দশে স্থান পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রভাবশালী ব্যক্তিদের প্রথম ২০ জনের নাম:
১। নরেন্দ্র মোদি
২। অমিত শাহ
৩। মোহন ভাগবত
৪। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
৫। এস জয়শঙ্কর
৬। যোগী আদিত্যনাথ
৭। রাজনাথ সিং
৮। নির্মলা সীতারমণ
৯। জেপি নাড্ডা
১০। গৌতম আদানি
১১। মুকেশ আম্বানি
১২। পীযূষ গোয়েল
১৩। অশ্বিনী বৈষ্ণব
১৪। হিমন্ত বিশ্বশর্মা
১৫। মমতা বন্দ্যোপাধ্যায়
১৬। রাহুল গান্ধী
১৭। অজিত দোভাল
১৮। অরবিন্দ কেজরিওয়াল
১৯। শক্তিকান্ত দাস
২০। হরদীপ সিং পুরী