বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১০ ঘণ্টার ট্রেন সফর করে পোল্যান্ড থেকে ইউক্রেন পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ ঘণ্টার বৈঠকের জন্য কেন প্রধানমন্ত্রী ১০ ঘণ্টার ট্রেন সফর করলেন? ‘রেল ফোর্স ওয়ান’ নামের এই ট্রেনটির বৈশিষ্ট্য কী জানেন? পোল্যান্ডের সেমিসোল থেকে ইউক্রেনের কিভের মধ্যে চলে জিজেল চালিত ট্রেন ‘রেল ফোর্স ওয়ান’। এটি বিশ্বের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী ট্রেনগুলির একটি।
‘রেল ফোর্স ওয়ান’ ট্রেনে মোদি (Narendra Modi) সফর
নরেন্দ্র মোদির আগেও এই ট্রেনে সফর করেছেন বহু বিখ্যাত ব্যক্তিত্ব। জো বাইডেনও হঠাৎ কিভ আসার জন্য সফর করেছিলেন এই ট্রেনে। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বহু দেশের রাষ্ট্র নেতারা এই ট্রেনে চড়ে পৌঁছেছিলেন ইউক্রেন। ইংল্যান্ড, কানাডার প্রধানমন্ত্রী থেকে আমেরিকার সেক্রেটারি অব স্টেট, এই ট্রেনে সফর করেছেন বিশ্বের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা।
আরোও পড়ুন : নতুন চেক বইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন? খুব সাবধান কিন্তু! যা হচ্ছে, শুনলে চোখ কপালে উঠবে
হলিউড তারকা শন পেন, ব্যান্ড ইউটু-র বোনোওl চেপেছিলেন এই ট্রেনে। সেই কারণেই অত্যন্ত আঁটোসাঁটো এই ট্রেনের নিরাপত্তার বিষয়টি। এমনকি এই ট্রেনে পরিষেবা প্রদানকারীরা বাইরে এই ট্রেনের সম্পর্কে কথাও বলতে পারেন না। জনসমক্ষে প্রকাশ করা যায় না এই ট্রেনের ভিতরের ছবি। এই ট্রেনের আরো একটি বৈশিষ্ট্য হল এটি একটি বুলেটপ্রুফ ট্রেন।
মিসাইল ডিফেন্স সিসটেম, ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এই ট্রেনকে সবার থেকে আলাদা করে তুলেছে। এমনকি রকেট হামলাও সামাল দিতে পারে এই ট্রেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লেন ছেড়ে কেন ট্রেনে সফর করলেন? আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় থেকেই ইউক্রেনের আকাশে উড়ছে না প্লেন। তাই ইউক্রেন পৌঁছাতে রাষ্ট্র নেতাদের ভরসা রাখতে হচ্ছে এই ট্রেনের উপরেই।