রামনবমীতে বড় চমক মোদীর! রামেশ্বরমে পুজো-প্রার্থনার পর দেশবাসীকে দেবেন বিশেষ উপহার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৬ এপ্রিল রামনবমী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে এখন গোটা দেশেই প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, রামনবমীর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করতে চলেছেন তামিলনাড়ুর (Tamilnaduu) রামেশ্বরামে নব নির্মিত পামবান সেতুর। রামনবমীর পুণ্যলগ্নে প্রধানমন্ত্রীর হাত ধরেই খুলে যেতে চলেছে দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ।

রামেশ্বরামে পাড়ি মোদির (Narendra Modi)

জানা যাচ্ছে, রামনবমী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সূত্রের খবর, রামনবমীর দিন রামেশ্বরামের রামানাথাস্বামী মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী। পুজো দেওয়ার পর রামানাথাস্বামী মন্দির থেকে মোদি রওনা দেবেন পামবান রেল সেতু (Pamban Rail Bridge) উদ্বোধনের উদ্দেশ্যে।

আরও পড়ুন : আজ অক্সফোর্ডে ঐতিহাসিক ভাষণ! ‘আলাদা করে পড়াশোনা করিনি’! জানালেন মমতা

এদিনই প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে যেতে চলেছে দেশের (India) প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ পামবান রেল সেতু। ৫৩৫ কোটি টাকা খরচ করে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরাম বা পামবান দ্বীপকে যুক্ত করতে সমুদ্রের উপরই তৈরি করা হয়েছে পামবান ব্রিজ। ২.৫ কি.মি চওড়া পামবান সেতুতে গত মাসেই সম্পন্ন হয় সফল ট্রায়াল রান।

আরও পড়ুন : আর যাচ্ছেনা সামলানো! এই একটা কারণেই ভারতে ফের বাড়তে চলেছে গাড়ির দাম

ভারতীয় ভূখণ্ডের সাথে রামেশ্বরাম বা পামবান দ্বীপকে সংযুক্ত করতে এতদিন ছিল পুরনো পামবান ব্রিজ। তবে ২০২২ সালে পুরনো ব্রিজ যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ করে দেওয়া হলে নতুন করে নির্মাণ করা হয় এই সেতু। জানা যাচ্ছে, নব নির্মিত পামবান সেতুর উপর দিয়ে ঘন্টায় ৭৫ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন। সম্পূর্ণ সেতুটি পার করতে একটি ট্রেনের সময় লাগবে মিনিট পাঁচেক।

Narendra Modi Rameswaram tour.

এমনকি সমুদ্রের উপর নির্মিত এই ব্রিজ জাহাজ পারাপারের সময় উঠে যেতে পারে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায়। সেতুতে থাকা ইলেকট্রো-মেকানিক্যাল ভার্টিক্যাল লিফট স্প্যান মাত্র পাঁচ মিনিটে উঠে গিয়ে জাহাজ চলাচলের জায়গা করে দিতে পারে অনায়াসেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী রামনবমীর দিন উদ্বোধন হতে চলেছে এই অত্যাধুনিক ব্রিজের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X