বাংলা হান্ট ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কংগ্রেস। কারণ, ওই দল এবারেও খাতা খুলতে পারেনি। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের রাজধানীতে সবথেকে পুরনো দল “শূন্যের ডাবল হ্যাটট্রিক” করেছে। আসলে, গত তিনটি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে, কংগ্রেস একটিও আসন পায়নি। আর এইভাবেই তারা “শূন্যের ডাবল হ্যাটট্রিক” করেছে।
কি জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi):
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) জানান যে, INDIA ব্লক দিল্লিতে কংগ্রেসকে থামিয়েছে। কিন্তু AAP-da (আপ) বাঁচাতে পারেনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, “দিল্লির মানুষ কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছে। দিল্লি নির্বাচনে শূন্যের ডবল হ্যাটট্রিক করেছে কংগ্রেস। দেশের রাজধানীতে দেশের সবচেয়ে পুরনো দলটি পরপর ছয়বার দিল্লিতে খাতা খুলতে পারেনি।”
“কংগ্রেস তার মিত্রদের নির্মূল করছে”: প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেছেন, “কংগ্রেস তার মিত্রদের একের পর এক নির্মূল করছে। তাদের পদ্ধতিও খুবই আকর্ষণীয়। আজকের কংগ্রেস তার মিত্রদের ভাষা ও এজেন্ডা চুরি করতে ব্যস্ত।যেটা তার ভোট ব্যাঙ্কে ক্ষত সৃষ্টি করে।” প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ইউপিতে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির ক্ষতি করছে।
আরও পড়ুন: করতেন ফুড ডেলিভারির কাজ! মাথায় আসে দুর্দান্ত আইডিয়া, আজ কোটি কোটি টাকা আয় ২৬ বছরের জিতের
মোদী (Narendra Modi) আরও জানান যে, কংগ্রেস তামিলনাড়ুতে DMK-র ভোটারদের প্ররোচিত করছে। বিহারে জাতপাতের ঢেউ ছড়িয়ে RJD-র জমিতে নিজেদের প্রভাব ফেলছে। কংগ্রেস জম্মু ও কাশ্মীর এবং বাংলাতেও তার মিত্রদের জন্যও একই কাজ করছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, এখন দিল্লিতেও এমন হয়েছে যেই কিনা কংগ্রেসের সঙ্গে যোগ দেয়, সেই ভাগ হয়ে যায়।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! যাত্রীদের বড়সড় ঝটকা দিল রেল, দুর্ভোগ এড়াতে এখনই নিন জেনে
দিল্লির ফলাফল: প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে বিধানসভা নির্বাচনে ৪৮ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অপরদিকে, ২২ টি আসনে জিতেছে আপ। অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী মোট ৭০ টি আসনের দিল্লি বিধানসভায় ফলাফলের পরিপ্রেক্ষিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আর এই বিরাট জয়ের ওপর ভর করেই দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ফের ফুটল পদ্মফুল।