৫ বছর বিনামূল্যে রেশন, চিকিৎসা! পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ করে বিরাট চমক BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা নববর্ষে বিরাট চমক। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। হাতে মাত্র ৪ দিন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বাংলা নববর্ষের দিনই ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP Sankalp Patra)। যার নাম – ‘সংকল্প পত্র’। লোকসভা ভোট শুরু হওয়ার চার দিন আগে রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের।

এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরের বিজেপির (BJP Manifesto) ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, নির্মলা সীতারামন, রাজনাথ সিংহরা। এদিন জেপি নাড্ডা বলেন, ‘ গত ১০ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়েছে। মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ।’

‘বিজেপি একটি আদর্শ মেনে চলে। সেই আদর্শ মাথায় রেখে, সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যেই বিজেপির নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে। দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করে বিজেপি সরকার। দলিত, কৃষক, দরিদ্র, তরুণ ও নারীদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য।’

জেলেদের বীমা সুবিধা প্রদান এবং আগামী দিনে বাজরা (শস্য) একটি সুপারফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি, এসসি/এসটি এবং ওবিসিদের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ওষুধের দামে ৮০ শতাংশ ছাড়ের পাশাপাশি ৫ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষের জন্য।

এদিন জেপি নাড্ডা বলেন, ‘মোদীর সরকার হল গরিবের সরকার। প্রধানমন্ত্রীর হাত ধরে গত ১০ বছরে দেশ অনেকটা এগিয়ে এসেছে।’ ইস্তেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে, “মোদী কি গ্যারান্টি”। ২০২৫ সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান! কবে চালু হচ্ছে কালীঘাটে ‘স্কাইওয়াক’? জানিয়ে দিলেন মমতা

এদিন বিজেপি সভাপতি বলেন, আবাস যোজনায় ৪ কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। ২ লক্ষ পঞ্চায়েতও ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে। ভারতের ২৫ কোটি জনসংখ্যা এখন দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। গ্রামে গ্রামেও ফাইবার অপটিক্স বসেছে।

Narendra Modi will participate 14 public meetings in 14 days in West Bengal.

মোদীর প্রতিশ্রুতি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ করবে সরকার। এক দেশ, এক নির্বাচনের চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে বলেও আশ্বাস। মহাকাশ ক্ষেত্রেও উন্নতি সহ দেশে দেশে ইলেকট্রিক বাহকের বিক্রি উপর জোর দেওয়া হবে। উড়ান ব্যবস্থার পাশাপাশি আরও জোর দেওয়া হবে রেলের ক্ষেত্রে।

প্রধানমন্ত্রী বলেন, আজ বাবাসাহবে আম্বেদকরের জন্মদিন। এই শুভদিনে বিজেপি ইস্তেহার প্রকাশ করল। দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। বিগত ১০ বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে। তাই গোটা দেশ এই ইস্তেহারের অপেক্ষায় ছিল।”

তামিল ভাষাকে বৈশ্বিক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার চালাবে বিজেপি। নারী ক্ষমতায়নের ওপর জোর দেওয়ার কথা বলা হয়। আগামী ৫ বছর ১০ কোটি বোনকে আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। ৩ কোটি বোনকে লাখপতি দিদি বানানো মোদীর গ্যারান্টি।

মোদীর গ্য়ারান্টি জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ ছাড়। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা। ৭০ বছরের উর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। পাশাপাশি রূপান্তরিতদেরও আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। ইতিমধ্যেই ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দিয়েছে সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর