২৫ বছরের পুরনো এক অজানা কাহিনী শোনালেন প্রধানমন্ত্রী মোদী, ভারাক্রান্ত হল অনেকেরই মন

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে (Sushma Swaraj) তার 70 তম জন্মবার্ষিকীতে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো কাহিনী শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘এই মুহূর্তে আমি জলন্ধর থেকে সমাবেশ করে ফিরছি। আজ সুষমা জির জন্মবার্ষিকী। হঠাৎ তার সাথে সম্পর্কিত একটি পুরানো ঘটনা মনে পড়ল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।”

প্রধানমন্ত্রী মোদী লেখান ‘প্রায় পঁচিশ বছর আগে, যখন আমি বিজেপিতে সংগঠনের জন্য কাজ করতাম এবং সুষমাজি গুজরাটে নির্বাচনী সফরে ছিলেন। ভাদনগর, যেটা আমার গ্রাম, সেখানে গিয়ে আমার মায়ের সঙ্গেও দেখা করেন তিনি। সে সময় আমাদের পরিবারে আমার ভাইজির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। জ্যোতিষীরা নক্ষত্রমণ্ডল দেখে তার নাম খুঁজে পান এবং তারপর নাম ঠিক করা হয়। পরিবারের সদস্যরাও সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যা বলবে তাই করবে।”

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘কিন্তু সুষমাজির সঙ্গে দেখা করার পর আমার মা বলেছিলেন, মেয়ের নাম রাখা হবে সুষমা। আমার মা খুব শিক্ষিত নন, তবে তিনি চিন্তায় খুব আধুনিক এবং সে সময় তিনি যেভাবে সবাইকে রায় দিয়েছিলেন তা আমার মনে আছে।” প্রধানমন্ত্রী সব শেসে লেখেন ‘আজ সুষমা জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।’

বলে রাখি, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ 14 ফেব্রুয়ারি 1952 সালে আম্বালা ক্যান্টে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর স্মরণে ভারত সরকার ‘প্রবাসী ভারতীয় কেন্দ্র’-র নাম পরিবর্তন করে ‘সুষমা স্বরাজ ভবন’ করে। এছাড়াও ফরেন সার্ভিস ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হয় সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস। এই দুটি প্রতিষ্ঠানই জাতীয় রাজধানী দিল্লিতে অবস্থিত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর