প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নরেন্দ্র মোদীর! নতুন পিএম কবে শপথ নেবেন?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলঘোষণা হয়েছে। এবারের ভোটে সমস্ত হিসেবনিকেশ যেন ওলটপালট হয়ে গিয়েছে। এককসংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP। ২৯২ আসনেই আটকে গিয়েছে NDA। এর মাঝেই বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর আসনে আসীন হন মোদী। উনিশের লোকসভা ভোটের দেশজুড়ে গেরুয়া ঝড় ওঠায় পুনরায় পিএমের কুর্সিতে বসেন তিনি। এবারে ভোটে অবশ্য সমীকরণ বদলেছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শরিক দলগুলির মুখাপেক্ষী হতে হচ্ছে গেরুয়া শিবিরকে। কেন্দ্রে কে সরকার গড়বে, এই নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মাঝে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন মোদী।

এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন সরকার যতদিন অবধি দায়িত্ব না গ্রহণ করতে, ততদিন অবধি মোদী এবং মন্ত্রী পরিষদকে অফিসে বহাল থাকার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ INDIA জোটের বৈঠকে যাচ্ছেন অভিষেক! দিল্লি রওনার আগে যা বললেন TMC সেনাপতি … শোরগোল!

এদিকে সূত্রের খবর, আগামী ৮ জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদী। কারণ BJP একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, NDA-র ঝুলিতে ২৯২টি আসন রয়েছে। তাই সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে NDA জোটের সরকার গঠনের পথে কোনও বাধা নেই। জানা যাচ্ছে, আগামী ৮ জুন তৃতীয়বারের জন্য এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। আর এমনটা যদি হয় তাহলে এক অনন্য নজিরও স্পর্শ করে ফেলবেন তিনি।

Narendra Modi

আগামী ৮ জুন যদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেন, তাহলে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের জন্য পিএমের পদে অধিষ্ঠিত হওয়ার নজির ছুঁয়ে ফেলবেন তিনি। জওহরলাল নেহেরু এই নজির গড়েছিলেন। তিনবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। আগামী ৮ জুন মোদীর কাছে এই নজির স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর