বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি করে আগেই সরব হয়েছিলেন বিজেপি নেতা সুব্রমহ্মণ্যম স্বামী (subramanian swamy)। এই আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে চিঠিও পাঠিয়েছিলেন তিনি। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে এবার পাল্টা চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।
সুব্রহ্মণ্যম স্বামীর চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। সেই চিঠির কপিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন টুইটার ব্যবহারকারী সেই চিঠির ছবি শেয়ার করে লেখেন, ‘১৫ জুলাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন সুব্রহ্মণ্যম স্বামী। ২০ জুলাই সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।’
Dr Subramanian @Swamy39 had written letter dr 15th July 2020 to @narendramodi @PMOIndia on the mysterious death of Actor Sushant Singh Rajput & asked for CBI investigation, Now Namo by letter dt 20th July has acknowledged the letter pic.twitter.com/1updoiWQFq
— Jagdish Shetty (@jagdishshetty) July 25, 2020
এই মামলায় সুব্রহ্মণ্যম স্বামীর নিযুক্ত আইনজীবী ইশকরণ সিং ভান্ডারীও প্রধানমন্ত্রীর তরফে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। অপরদিকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করে সাংসদদের সরব হওয়ার আবেদন জানিয়েছেন সুব্রহ্মণ্যম।
All those who want CBI inquiry into the circumstances of SSR’s unnatural death should ask their constituency MPs to write, like me, to PM asking for a CBI inquiry.
— Subramanian Swamy (@Swamy39) July 25, 2020
প্রসঙ্গত, এর আগে লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লেখেন অমিত শাহকে। সেই চিঠি প্রাপ্তি স্বীকার করে উত্তরও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিঠির প্রত্যুত্তরে অমিত শাহ লেখেন, ‘আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি যার মাধ্যমে আপনি অভিনেতা সুশান্ত রাজপুতের আত্মহত্যা মামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করাতে চেয়েছেন। আপনার চিঠির বিষয় বস্তু কর্ম ও প্রশিক্ষণ বিভাগের অন্তর্গত। চিঠি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
অমিত শাহের পাঠানো এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাপ্পু যাদব। তিনি লেখেন, ‘অমিত শাহজি আপনি চাইলে এক মিনিটে সুশান্ত মামলার সিবিআই তদন্ত হতে পারে। দয়া করে এড়িয়ে যাবেন না। বিহারের গৌরব অভিনেতা সুশান্ত সিং রাজপুত জির সন্দেহজনক মৃত্যুর জন্য সিবিআই তদন্তের অনুরোধ করেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি।’