ভগবান রাম যেভাবে মানুষকে এক সূত্রে গাঁথতেন, তেমন ভাবেই অযোধ্যার উন্নয়ন করতে হবেঃ প্রধানমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী প্রজন্ম যেন জীবনে অন্তত একবার অযোধ্যা (Ayodhya) ভ্রমণে আসে, সেই কথা মাথায় রেখেই রাম জন্মভূমিতে উন্নয়নে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার শ্রী রাম জন্মভূমি অযোধ্যার উন্নয়ন নিয়ে হওয়ার একটি ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে এই কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার উন্নয়নে যাতে গোটা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের মিল থাকে এবং এতে যেন সবার লাভ হয়, সেটার দিকেও নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি এও বলেছেন যে, ভগবান শ্রী রামের মধ্যে যেমন সবাইকে এক করার শক্তি ছিল, তেমন ভাবেই মানুষকে এক করা আর মানুষের স্বাস্থ্যকর অংশগ্রহণের কথা মাথায় রেখে অযোধ্যায় উন্নয়ন করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী অযোধ্যায় উন্নয়ন এবং শ্রী রামের সেবা ভাব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথাও বলেছেন।

আজ অযোধ্যার উন্নয়ন নিয়ে করা এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বৈঠকে অযোধ্যায় তৈরি হওয়া একটি আন্তর্জাতিক বিমান বন্দর নিয়েও আলোচনা হয়। যদিও, এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘোষণা করেছিলেন। এছাড়াও এই বৈঠকে অযোধ্যাকে স্মার্ট সিটি বানানোর কথা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে অযোধ্যার রাম জন্মভূমির জমি রামলালার হাতে তুলে দেয়। এরপরই আদালতের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য একটি ট্রাস্টের গঠনও হয়। ২০২০-এর ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ভূমিপুজো করেন। এরপর থেকেই মন্দিরের কাজ শুরু হয়। এবং দেশজুড়ে রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা তোলা হয়।

X