বাংলাহান্ট ডেস্ক: মুক্তির পর মাত্র চার দিনেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। অন্যান্য ছবিগুলির থেকে এই ছবির টিকিটের চাহিদা কয়েকগুণ বেশি। প্রায় প্রতিটি শোই হাউজফুল যাচ্ছে। কাশ্মীরি পণ্ডিতদের উপরে অত্যাচার ও গণহত্যার নৃশংস অতীতের ঘটনা শিহরণ জাগাচ্ছে দর্শকদের মনে।
কোথাওই ছবির তেমন প্রচার না করা হলেও প্রযোজক ও ছবির অভিনেত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। এবার প্রধানমন্ত্রী বললেন, দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি আরো বানানো উচিত যেগুলো সত্যকে সামনে আনবে।
মঙ্গলবার দিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে দ্য কাশ্মীর ফাইলসকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, “গত পাঁচ ছয় দিন ধরে বাকস্বাধীনতার ঝান্ডাধারী জামাত ক্ষেপে রয়েছে। সত্য এবং শিল্পের নিরিখে ছবিটিকে না দেখে বদনাম করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী বলেন, সত্যকে সঠিক ভাবে উপস্থাপিত করলে সেটা আখেরে দেশেরই লাভ। এদিন নেতিবাচক সমালোচনাকারী দেরকেও একহাত নেন মোদী। সুর চড়িয়ে তিনি বলেন, “যাদের মনে হয় এই ছবিটি ঠিক নয় তারা নিজেরা ছবি বানাক না। কে বারণ করছে? বরং তারা অবাক হয়ে গিয়েছে যে সত্য তারা এতদিন ধরে চেপে রাখার চেষ্টা করছিল সেটা তথ্যের ভিত্তিতে সামনে আনা হচ্ছে।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই চারটি বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত হয়েছে এই ছবি। হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং গুজরাটের পর মহারাষ্ট্রের ছবির টিকিটের উপরে বাড়তি কর না নেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। এমনকি পুলিসকর্মীদেরও ছবি দেখার জন্য ছুটি দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।
মধ্যপ্রদেশ সরকারের তরফে এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, দ্য কাশ্মীর ফাইলস দেখার জন্য পুলিসকর্মীরা ছুটি পাবেন। ডি জি পুলিস সুধীর সাক্সেনাকে সেই মতোই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।