করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই কথা জানান। প্রধানমন্ত্রী মোদী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইটের মাধ্যমে লেখেন, আমি এটা জানিয়ে খুব খুশি অনুভব করছি যে, আমার মাকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও লেখেন, আমি সবাইকে আবেদন করে বলছি যে, যারা করোনা ভ্যাকসিন নেওয়ার যোগ্য অথবা ভ্যাকসিন নেওয়ার নিয়মের আওতায় আছেন, তাঁরা সবাই টিকা নিন আর অন্যদেরও প্রেরণা দিন।

বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন গুজরাটের গান্ধীনগরে থাকেন। ওনার বয়স ১০০ বছরের বেশি। আর এই বয়সেও তিনি বেশ সক্রিয় থাকেন। বলে দিই, ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দিল্লীর এইমস হাসপাতালে প্রধানমন্ত্রী প্রথম টিকা নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদী নিজের মায়ের থেকে দূরে থাকলেও তিনি হীরাবেনকে খুব ভালোবাসেন। প্রধানমন্ত্রী যখনই গুজরাট সফরে যান, তখন তিনি নিজের মার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি জন্মদিনেও নিজের মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর