বাংলাহান্ট ডেস্ক : মাত্র ছয় মাস হয়েছে যে, দেশে ৫জি পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যেই, ৬জি পরিষেবা নিয়ে দেশজুড়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া ৬জি ভিশন ডকুমেন্ট প্রকাশ করার পাশাপাশি ৬জি নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার কথা ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদীর তরফে দাবি কথা হয়েছে যে, ভারতের মানুষ আরোও হাইস্পিড ডেটার সুবিধা পেতে ৬জি পরিষেবার দিকে ঝুঁকছেন।
ইতিমধ্যেই, টেলিকম বিভাগের তরফে প্রকাশিত ৬জি ভিশন ডকুমেন্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, ৫জি প্রযুক্তির মাধ্যমে ৪০-১,১০০Mbps হাইস্পিড নেট পাওয়া সম্ভব এবং এর ম্যাক্সিমাম স্পিড ১০,০০০ Mbps পর্যন্ত পরে পারে। অন্যদিকে ৬জি প্রতি সেকেন্ডে এক টেরাবিট স্পিড দেবে। হিসেব করলে দেখা যাচ্ছে, ৬জি পরিষেবার গতি ৫জির গতির চেয়ে ১০০০ গুণ বেশি। ফলে, আরোও দ্রুত গতিতে বড় বড় ফাইল ডাউনলোডের সুবিধা মিলবে।
এছাড়াও, নরেন্দ্র মোদি বুধবার দিল্লীতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU)-এর নতুন ‘আঞ্চলিক অফিস এবং উদ্ভাবন কেন্দ্র’ উদ্বোধন করেছেন। আঞ্চলিক কার্যালয় সম্পূর্ণরূপে ভারতের আর্থিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হবে বলেই জানা গিয়েছে। মোদির কথায়, এই আইটিইউ অফিস দেশে ৬জি পরিষেবার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ফলে, সব মিলিয়ে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে।
নমোর মতে, “টেলিকম প্রযুক্তি ভারতে কেবল শক্তির মাধ্যম নয়, এটি ক্ষমতায়নের একটি ‘উদ্দেশ্য’।” টেলিকম ইন্ডাস্ট্রিতে খুব কম সময়ের মধ্যে ভারতের এই সাফল্যের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, এখন, দেখা যাচ্ছে দেশের প্রতিটি কোণায় ডিজিটাল শক্তি পৌঁছে গেছে। একই সাথে প্রধানমন্ত্রীর সংযোজন, “সরকার ও বেসরকারি খাত মিলে ২৫ লাখ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে প্রায় দুই লক্ষ গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করা।”
VIDEO | "I'm happy that on the first day of new year (Hindu calendar), a remarkable beginning related to telecom, ICT & related innovation is taking place in India. The 6G testbed has also been launched," says PM Modi at inauguration event of ITU Area Office & Innovation Centre. pic.twitter.com/dXIffNTDnZ
— Press Trust of India (@PTI_News) March 22, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি ছিল, বর্তমানে সেটাই ৮৫ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। তাদের অধিকাংশই গ্রামীণ এলাকায় রয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। নরেন্দ্র মোদি জানান, ৫জি চালু হওয়ার ১২০ দিনের মধ্যে ১২৫টি শহরে পরিষেবা সম্প্রসারিত হয়েছে। সব মিলিয়ে, ভারতের টেলিকম এবং ডিজিটাল মডেল মসৃণ, সুরক্ষিত, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বলেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।