আগামী 22 শে নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেষ্ট ম্যাচ। আর সেই টেষ্ট ম্যাচে ইডেনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার খবর সরকারি ভাবে চলে এসেছে, এখন অপেক্ষা শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মতির। সেই সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
22 শে নভেম্বর ভারত – বাংলাদেশ টেষ্ট ম্যাচের দিনেই এই অসম্ভব কে সম্ভব করতে চলেছে সদ্য বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসা সৌরভ গাঙ্গুলি। সেই সাথে এই ম্যাচে উপস্থিত থাকবেন 2000 সালে ভারত বনাম বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেষ্ট ম্যাচ খেলা দুই দেশের খেলোয়াড়রা।
ইতিমধ্যেই এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সাথে কথা বলেছেন। সম্প্রতি বাংলাদেশে শুরু হওয়া ক্রিকেটারদের আন্দোলনের ব্যাপারেও সব শুনেছেন দাদা। যদিও এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব ব্যাপার তাও দাদা আশাবাদী সব কিছু ঠিকঠাক হয়ে বাংলাদেশ ক্রিকেটাররা আসবেন ভারতে সিরিজ খেলতে।
জানা গিয়েছে 21 তারিখ কলকাতায় এসে পৌঁছাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপরের দিন অর্থাৎ 22 তারিখ ইডেনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে তিনিও বেল বাজিয়ে খেলার উদ্বোধন করবেন।