‘শুধু রাম নয়, ওরা বজরংবলীকেও বন্দি করতে চায়’, কর্ণাটকে কংগ্রেসকে তুলোধোনা মোদির

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন (Karnataka Bidhan Sabha Election) । এই ভোটকেই পাখির চোখ করে নির্বাচনী ইস্তেহার জারি করছে রাজ্যের সব রাজনৈতিক দল। পিছিয়ে নেই কংগ্রেসও (Congress)। এবার হাত শিবিরের ইস্তেহারকেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ক্ষমতায় এলে পিএফআই (PFI) থেকে শুরু করে বজরং দল পর্যন্ত সমস্ত উগ্র ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা হবে। কর্ণাটকের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেসের দেওয়া এই প্রতিশ্রুতিকেই এবার নিশানা করলেন নমো।

বজরং দলকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কর্ণাটকের এক সভা থেকে মোদি বললেন, ‘এতদিন ওদের শুধু রামকে নিয়ে সমস্যা ছিল। এখন তো দেখছি যারা জয় বজরংবলি বলে তাঁদের নিয়েও সমস্যা আছে। কংগ্রেস ইচ্ছাকৃত ভাবে হিন্দু সংগঠনকে নিষিদ্ধ করতে। এর পিছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ।

modi

মঙ্গলবার কর্ণাটকের হস্পেটের এক সভায় মোদি বলেন, ‘যে সময় আমি হনুমানজির ভূমিতে এসেছি তাঁকে সম্মান জানাতে, সেই একই সময় কংগ্রেস (Congress) ঠিক করে নিয়েছে তাঁরা বজরংবলিকেও বন্দি করে রাখবে।’ নমো আরও বলেন, ‘এতদিন জানতাম ওদের সমস্যা শুধু প্রভু রামকে নিয়ে। এখন দেখছি, যারা জয় বজরংবলি বলে তাঁদেরও সহ্য করতে পারছে না। বন্দি করার সিদ্ধান্ত নিচ্ছে।’

মঙ্গলবারই কর্ণাটক নির্বাচনের লক্ষ্যে ইস্তাহার প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) ও বজরং দলের (Bajrang Dal) মতো একাধিক সংগঠনকে নিষিদ্ধ করা হবে। ইস্তেহারে লেখা হয়েছে, আইন ও সংবিধান গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তি বা পিএফআই, বজরং দলের মতো সংগঠন এটাকে ভঙ্গ করতে পারে না। যারা ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে বা জাতপাতে ভেদাভেদ করছে সেই সমস্ত সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘কর্ণাটকের মানুষ কখনই কংগ্রেসের ইতিহাস এবং চিন্তাভাবনাকে ভুলে যাবেন না। কংগ্রেসের ইতিহাস সন্ত্রাস ও সন্ত্রাসীদের তুষ্ট করার বিষয়ে তৈরি। দিল্লিতে যখন বাটলা হাউস এনকাউন্টার হয়েছিল, তখন জঙ্গিদের মৃত্যুর কথা শুনে কংগ্রেসের শীর্ষ নেতার চোখে জল এসে গিয়েছিল।’


Sudipto

সম্পর্কিত খবর