বাংলা হান্ট ডেস্ক : সামনেই বিধানসভা নির্বাচন। আজ শুক্রবার মেঘালয়ের (Meghalaya) একটি রোডশোতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মেঘালয়ে নির্বাচনী সমাবেশে বিরোধীদের একহাত নিলেন নমো। শিলংয়ে রোডশোর পরে একটি নির্বাচনী সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi), প্রধানমন্ত্রী বিপুল সংখ্যক উপস্থিত হওয়ার জন্য মেঘালয়ের জনগণকে ধন্যবাদ জানান। শুধু তাই নয়, বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওরা বলছে মোদি, আপনার কবর খোঁড়া হবে। কিন্তু দেশ বলছে, দেশের প্রতিটি কোণে বলছে- মোদি, তোমার পদ্ম ফুটবে।
নমো এদিন আরও বলেন, ‘আজ আপনারা যেভাবে একটি চমৎকার ও প্রাণবন্ত রোড শো করেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই প্রার্থনা, আপনাদের এই ঋণ আমি অবশ্যই শোধ করব। আমি মেঘালয়ের উন্নয়ন করে, আপনার কল্যাণমূলক কাজের গতি বাড়িয়ে আপনার ভালবাসা এবং আশীর্বাদের ঋণ শোধ করব। আপনাদের এই ভালোবাসা আমি বৃথা যেতে দেব না।’
প্রধানমন্ত্রী বলেন ‘এই রোডশোর ছবিগুলো দেশের প্রতিটি প্রান্তে এই রাজ্যের বার্তা নিয়ে গেছে। মেঘালয়ের সর্বত্রই বিজেপিকে দেখা যাচ্ছে। পাহাড় হোক বা সমতল এলাকা, গ্রাম হোক বা শহর, সবখানেই ফুটেছে পদ্ম। কিছু মানুষ যাদের দেশ প্রত্যাখ্যান করেছে, যারা হতাশার গর্তে ডুবে গেছে, আজকাল তারা জপমালা উচ্চারণ করে বলছে- মোদি, আপনার কবর খোঁড়া হবে। কিন্তু দেশ বলছে, দেশের প্রতিটি কোণে বলছে- মোদি, তোমার পদ্ম ফুটবে।
প্রধানমন্ত্রী মোদি বলেন যে আজ মেঘালয় ফ্যামিলি ফার্স্টের পরিবর্তে জনগণের প্রথম সরকার চায়, তাই আজ পদ্ম ফুল মেঘালয়ের শক্তি, শান্তি এবং স্থিতিশীলতার সমার্থক হয়ে উঠেছে। মেঘালয়ের স্বার্থকে কখনোই প্রাধান্য দেওয়া হয়নি। ছোটখাটো বিষয় নিয়ে এই রাজ্য বিভক্ত ছিল। এই রাজনীতি আপনাদের অনেক ক্ষতি করেছে। এখানে তরুণদের অনেক ক্ষতি হয়েছে।
মোদির এদিনের অভিযোগ, ‘মেঘালয়কে বংশবাদী রাজনীতি থেকে মুক্ত করতে হবে। শুধু দিল্লিতেই নয় মেঘালয়েও, পরিবার-পরিচালিত দলগুলি তাদের কোষাগার পূরণের জন্য রাজ্যটিকে এটিএমে পরিণত করেছে। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। মেঘালয় এখন এমন একটি সরকার চায় যা পরিবার নয়, জনগণকে প্রথমে রাখে।’