দীপাবলিতেই মোদির গলায় ‘এক দেশ-এক ভোট’র সুর! উঠে এল ‘শহুরে নকশাল’ প্রসঙ্গ

বাংলা হান্ট ডেস্ক : সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে এক দশক আগে ২০১৪ সালে প্রথমবার রাষ্ট্রীয় একতা দিবসের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই দিবসের শুভারম্ভ করেছিলেন। এবছর একই দিনে পড়েছে দীপাবলি এবং রাষ্ট্রীয় একতা দিবস। আর এই বিশেষ দিনে গুজরাটের  কেবারিয়ায়  সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে দেশবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মোদির (Narendra Modi) গলায় ‘এক দেশ-এক ভোট’র সুর!

এক দেশ এক ভোট নীতির পক্ষে সুর চড়ানোর পাশাপাশি এদিন মোদির (Narendra Modi) কণ্ঠে উঠে এল আরবান নকশাল প্রসঙ্গও। এদিন এক দেশ ও এক ভোট নীতি নিয়েও বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন,’ আমরা এখন এক দেশ এক ভোট নিয় কাজ করছি, যা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে, ভারতের সম্পদের সর্বোত্তম ফলাফল দেবে এবং দেশ উন্নত ভারতের স্বপ্ন অর্জনে নতুন গতি পাবে। আজ, ভারত ওয়ান নেশন ওয়ান সিভিল কোড-এর দিকে এগোচ্ছে। যা একটি ধর্মনিরপেক্ষ সিভিল কোড।’

এছাড়াও এদিন ভারত বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন,’কিছু বিকৃত শক্তি ভারতের উত্থান নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ভারতের অভ্যন্তরে এবং এর বাইরেও এই ধরনের লোকেরা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশ্ব বিনিয়োগ কারীদের কাছে ভুল বার্তা দিতে চায়। এই লোকেরা ফোর্সকে টার্গেট করছে, ভুল তথ্য প্রচার করছে।’

আরও পড়ুন : জ্বলল ২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ! প্রথম দীপাবলিতেই রামমন্দিরের ঝুলিতে জোড়া বিশ্ব রেকর্ড

এখানেই শেষ নয়, সেইসাথে এদিন প্রধানমন্ত্রী বলে চললেন, ‘তারা জাত-পাতের নামে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। এদের লক্ষ্য ভারতীয়দের  একতাকে দুর্বল করা। এরা চায় না ভারত উন্নত হোক।  কারণ ‘দরিদ্র ভারত, দুর্বল ভারত’ রাজনীতিকে হাতিয়ার বানাতে চায় তারা। তাই তারা সংবিধানের নামে ভারত ভাঙছে।’

Narendra Modi

এরপরের মোদির মন্তব্যে উঠে আসে আরবান নকশালদের  প্রসঙ্গ। এই জোটকে চিহ্নিত করার দাবি তুলে তিনি বলেন, ‘যে নকশালবাদ বনে জন্মেছিল, যা যুবকদের বন্দুক দিয়ে সাজিয়েছিল, তা ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং শহুরে নকশালবাদের একটি নতুন মডেলের আবির্ভাব হয়েছে। এরাই আসলে দেশ ভাঙার স্বপ্ন দেখে এবং মুখোশ পরে দেশশের ভাবমূর্তি নষ্ট করে এমন ধারণার প্রচার করে। এদের দ্রুত চিহ্নিত করে মোকাবিলা করতে হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর