গিনেস বুকে ডঙ্কা বাজল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের, দর্শক সংখ্যার নিরিখে গড়ল নতুন রেকর্ড

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মুকুটে যুক্ত হল আরও একটি রত্ন। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় ক্রিকেটের। রেকর্ড বুকে লেখা হল গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) নাম।

রবিবার বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে জানানো হয়, কোনও টি-২০ ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড তৈরি হয়েছে। আর তা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই কারণেই গিনেস বুকে নাম উঠল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

   

২০২২ সালের দশ দলের আইপিএল (IPL 2022) নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চূড়ান্তে। সেই টুর্নামেন্টেরই ফাইনালের আসর বসে মোতেরায়। আর ওই স্টেডিয়ামেই রেকর্ড সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দেখতে। বিসিসিআই জানিয়েছে, ২৯ মে, ২০২২ অর্থাৎ আইপিএলের ফাইনালের দিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ১ লক্ষ ১ হাজার ৫৬৬ জন দর্শক। যা এখনও পর্যন্ত বিশ্বে সর্বাধিক।বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) টুইট করে এই সুখবর জানিয়েছেন দেশবাসীকে। তিনি ধন্যবাদ জানান ক্রিকেট সমর্থকদেরও।

১৯৮২ সালে এই স্টেডিয়ামটিতে দর্শকাসন ছিল ৪৯ হাজার। তবে বছর দুয়েক আগে নতুন করে সাজানো হয় সেটি। বদলে যায় এর নামও। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামের। দর্শকাসনের নিরিখে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকেও পিছনে ফেলে দেয় গুজরাটের স্টেডিয়াম। একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার মানুষ বসে এখানে ম্যাচ উপভোগ করতে পারেন এখানে। নতুন করে সেজে ওঠার পর আইপিএল ছাড়াও এখনও পর্যন্ত দশটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই মাঠে। আগামী বছর ভারতের মাটিতেই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বড় টুর্নামেন্টের অনেকগুলি ম্যাচ পেতে পারে এই স্টেডিয়ামটি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর