বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। এই নিয়ে এখন সাজো সাজো রব বিজেপির অন্দরে। ইতিমধ্যেই শহর কলকাতার নানান প্রান্তে ব্যানার পড়েছে। সেখানে শ্রীরামের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবি দেখা গিয়েছে। এবার এই নিয়ে দেখা দিল নয়া বিতর্ক। রামনবমীর পোস্টারে কেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি নেই? দেখা দিয়েছে সেই প্রশ্ন।
রামনবমীর পোস্টারে শুভেন্দু (Suvendu Adhikari) থাকলেও নেই সুকান্ত!
সম্প্রতি উত্তর কলকাতার নানান এলাকায় রামনবমীর ব্যানার পড়েছে। পূর্ব মেদিনীপুরের একটি মন্দিরের পুরোহিতের নাম দিয়ে সেই ব্যানার প্রচারিত হয়েছে। আর তাতেই সুকান্তের ঘনিষ্ঠ মহল চটেছে বলে খবর। রাজ্য সভাপতিকে বাদ দিয়ে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতার ছবি দিয়ে ব্যানার বানানোয় মাথাচাড়া দিয়েছে বিতর্ক।
এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (Trinamool Congress)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘যুগ যুগ ধরে রামের পুজো হয়ে আসছে। যারা বাংলা বিরোধী রাজনীতি করে, তারা ধর্মীয় উন্মাদনা ছড়াতে গিয়ে গোষ্ঠীবাজি করছে। রামের ছবিতে দিল্লির নেতার না হয় মুখের ছবি বসবে, সে না হয় ঠিক আছে! তবে বিতর্কটা পোস্টারে হনুমান সাজার ছবি নিয়ে। কে হনুমান সাজবেন, সেটা নিয়েও চলছে গোষ্ঠীবাজি’।
আরও পড়ুনঃ ‘অদক্ষ পুলিশ মন্ত্রী’! পাথরপ্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ! মমতাকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর
যদিও এই বিতর্কে বিশেষ আমল দিতে চাননি রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। খানিক মজার ছলে তিনি বলেন, ‘এতে অসুবিধা কী? নরেন্দ্র মোদী ফর্সা, শুভেন্দু অধিকারীও ফর্সা! মাঝখানে রাম, গায়ের রঙ কালো। কনট্রাস্ট! ব্যাপক মানানসই ব্যাপার! শমীক আরও বলেন, ‘সুকান্ত মজুমদার যদি বলেন, ‘কৃষ্ণ কালো, আমিও কালো। আমার মুখে ননী ঢালো!’ ওভাবে হয় নাকি?’
শমীক বিতর্ক বাড়াতে না চাইলেও রামনবমীর পোস্টারে দলের রাজ্য সভাপতির ছবি না থাকা নিয়ে বিজেপির একাংশের মনে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। শুভেন্দু বিরোধী গোষ্ঠীর অভিযোগ, এভাবে রাজ্য সভাপতিকে অবজ্ঞা করা দলের সংস্কৃতির পরিপন্থী। গেরুয়া শিবিরের আদি কর্মীদের দাবি, এটা শুভেন্দুদের সম্পূর্ণ বঙ্গ বিজেপিকে ‘হাইজ্যাক’ করার চেষ্টার প্রমাণ।
অন্যদিকে রামনবমী নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। এবারের রামনবমীতে ১ কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই অস্ত্র হাতে মিছিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে দেখা দিল ব্যানার বিতর্ক। সুকান্ত মজুমদারের ছবি না থাকা নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর।