২ দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। তবে এখন একটা মজাদার বিষয় সামনে এসেছে যা প্রধানমন্ত্রীর সাহসী ব্যাক্তিত্ব নিয়ে মানুষজনকে আলোচনা করতে বাধ্য করছে। আসলে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের আকাশসীময় উড়ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে, প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সের এক শহরে জি-সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পথ হিসাবে তিনি পাকিস্তানি আকাশসীমা বেছে নিয়েছিলেন।
ভারতে ফিরে আসার ঠিক আগে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অসাধারণ রসায়ন দেখা গেছে। ট্রাম্প এই সংবাদ সম্মেলনে কাশ্মীরের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর আশ্বাসের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কাশ্মীর ভারত-পাকের দ্বিপক্ষীয় ইস্যু এবং তারা এই বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করতে সক্ষম হয়। এছাড়াও, ভারত-পাক ইস্যুতে কোনও তৃতীয় দেশকে কষ্ট দিতে চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।
এই কথোপকথনের পরে, মোদী পাকিস্তানি আকাশসীমা হয়ে ভারতে ফিরে আসেন। আসলে প্রধানমন্ত্রী মোদীর প্রত্যাবর্তনের আগে ইমরান পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তবুও ভারতের প্রধানমন্ত্রী কোনও সমস্যা ছাড়াই পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে ভারতে পৌঁছেছিলেন। অন্য কোনো বড়ো নেতা হলে সুরক্ষার খাতিরে অন্য আকাশসীমা হয়ে আসতেন। কিন্তু মোদীর সাহসের সামনে পাকিস্তানের পরমাণু হুমকি যে তুচ্ছ তা উনি প্রমান করেই ছাড়েন।
#WATCH Immediate Playout: Bilateral meeting between PM Modi & US Pres Trump at #G7Summit https://t.co/zW5W8wKqLh
— ANI (@ANI) August 26, 2019
জানিয়ে দি, বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তান ভারতে আসা-যাওয়া বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। জুলাই মাসে বেশ কয়েক মাস আকাশসীমা বন্ধ রেখে পাকিস্তান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এই সময়ে পাকিস্তানের প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। আসলে কোনও বিমান যখন কোনও দেশের আকাশসীমা পেরিয়ে যায়, তার পরিবর্তে তার জন্য ফি দিতে হয়। কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে উল্টে নিজের পায়ে কুড়ুল মারে।