মানবিক মোদি! বিশেষ চাহিদাসম্পন্ন যুবককে কাছে টেনে নিয়ে সেলফি তুললেন খোদ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ফের মানবিক নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হল এক বিশেষ চাহিদাসম্পন্ন বিজেপি (BJP) কর্মীর। শনিবার চেন্নাই সফরে যান মোদি (Narendra Modi)। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় ওই তরুণের। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে একটি সেলফি তোলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্টও করেন তিনি। এরই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।

জানা যাচ্ছে, ওই তরুণের নাম থিরু এস মণিকন্দন। তাঁর সঙ্গে তোলা ছবিটি শেয়ার করে মোদি (PM Modi) লেখেন, ‘একটি বিশেষ সেলফি। চেন্নাইয়ে আমার সঙ্গে দেখা হল থিরু এস মণিকন্দনের। তিনি এরোডের এক গর্বিত কর্মী। রয়েছেন বুথ প্রেসিডেন্টের সঙ্গেই। বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তি, যিনি নিজের দোকান চালান।

   

modi

তবে তাঁর সবচেয়ে অদ্ভুত দিকটি হল তিনি তাঁর দৈনিক লাভের একটা অংশ বিজেপিকে দিয়ে দেন। এমন এক দলের কার্যকর্তা হিসেবে আমি গর্বিত, যেখানে থিরু এস মণিকন্দনের মতো মানুষরা রয়েছেন।’

এর পাশাপাশি, ওই তরুণের জীবনযাত্রা এবং দল ও দলের আদর্শের প্রতি তাঁর দায়বদ্ধতা অনুপ্রেরণা ও উদ্দীপনাময় বলেই দাবি মোদির। শনিবার চেন্নাইয়ে ৫ হাজার ২০০ কোটি টাকার অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তাঁর দাবি, তাঁদের দলের কর্মসংস্কৃতি ও দূরদর্শিতার ফলেই এই প্রাপ্তি সম্ভবপর হয়েছে।

এদিন দীর্ঘ প্রতিক্ষার পর খুলে যায় চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল। শনিবার চেন্নাই বিমানবন্দরের এই নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেন্নাইয়ের উন্নয়নে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ সংযোজন বলে আগেই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। নতুন টার্মিনালের হাত ধরে স্থানীয় অর্থনীতির ভিত আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদি। পাশাপাশি বিমান পরিষেবার ক্ষেত্র আরও মসৃণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর