শ্রীলঙ্কার সঙ্গে ‘বন্ধুত্ব’ বৃদ্ধিতে জোর, চিনকে চাপে রেখে পড়শিকে নিয়ে বার্তা মোদীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : থাইল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য দেশের মতোই সেখানেও পা রাখতেই উষ্ণ অভ্যর্থনায় ভেসে যান প্রধানমন্ত্রী। দুই দেশের (India) মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে মোদীর বিশেষ ভূমিকা পালনের জন্য তাঁকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’এও সম্মানিত করা হয়। একগুচ্ছ কর্মসূচি সেরে রবিবারই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। তারপরেই শ্রীলঙ্কা সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা সফরে নতুন প্রকল্প উদ্বোধন নরেন্দ্র মোদীর (India)

এদিন সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের সঙ্গে অনুরাধাপুরায় জয় শ্রী মহা বোধি মন্দিরে যান নরেন্দ্র মোদী। পাশাপাশি মাহো-ওমানথাই রেলওয়ে ট্র্যাকের উদ্বোধনও করেছেন তিনি। কয়েক বছর আগে শ্রীলঙ্কার চরম আর্থিক দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত (India)। উল্লেখ্য, এই রেলওয়ে ট্র্যাকও ভারত সরকারের সমর্থিত প্রকল্প।

Narendra modi talks about India sri lanka friendship

কী বার্তা দিলেন মোদী: এদিন এক্স হ্যান্ডেলে একটি বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘যোগাযোগ বৃদ্ধি এবং বন্ধুত্ব বৃদ্ধি’। অনুরাধাপুরায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে মিলে মাহো-ওমানথাই রেল লাইন ট্র্যাকের আপগ্রেডেশনের উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি মাহো-অনুরাধাপুরা এলাকায় উন্নত সিগন্যালিং ব্যবস্থা এবং টেলি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের সঙ্গে সিগন্যালিং প্রকল্পকে চালু করা হয়েছে। নরেন্দ্র মোদীর কথায়, শ্রীলঙ্কাকে উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সমর্থন করতে ভারত (India) গর্ববোধ করছে।

আরো পড়ুন : বাংলাদেশ-পাকিস্তানের উপরে ফের ভিসা নিষেধাজ্ঞা এই দেশের, আইন না মানলেই ৫ বছরের সাজা!

একাধিক মিল দুই দেশের: শুধু তাই নয়, শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়ে ওই দেশ এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার মানুষের অভ্যর্থনায় তিনি অভিভূত। দুই দেশের মধ্যে সংষ্কৃতির দিক দিয়েও অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুই দেশ (India) এর মানুষই রান্না এবং ক্রিকেট নিয়ে একই রকম আবেগপ্রবণ বলে মত নরেন্দ্র মোদীর। ভাষা, আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যেও মিল রয়েছে দুই দেশের। ভারতীয়রা এখনো শ্রীলঙ্কায় তীর্থের জন্য যায়।

আরও পড়ুন : বিজ্ঞানের ‘কারসাজি’তে রামলালার কপালে তিলক আঁকেন সূর্যদেব, কী এই “সূর্য তিলক”? কীভাবেই বা তৈরি হয়?

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের সন্ত্রাসবাদী হামলা থেকে করোনা, আর্থিক সঙ্কটেও একজন প্রকৃত প্রতিবেশীর মতো শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। প্রসঙ্গত, জানা গিয়েছে, এবারের শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষা সহ মোট সাতটি বিষয়ে মউ সাক্ষর করেছেন নরেন্দ্র মোদী। ভবিষ্যতে শ্রীলঙ্কার উন্নয়নে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পালটা ভারতকেও ‘কাছের বন্ধু’র তকমা দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X