বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামীকাল সকাল ১১ টায় রেডিওতে ‘মন কি বাত” (Mann Ki Baat) অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে সম্বোধিত করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী জনতার সাথে নিজের বিচার ভাগ করে নেবেন। প্রতি মাসে হওয়া এই রেডিও অনুষ্ঠানের এটি ৬৮ তম এপিসোড। এই অনুষ্ঠান আকাশবাণী আর দূরদর্শন সমেত সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রসারিত করা হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ জুলাই শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জাতীর উদ্দেশ্য বার্তা দিয়েছিলেন।
Tune in at 11 AM on 30th August. #MannKiBaat pic.twitter.com/PuaZEqmT78
— Narendra Modi (@narendramodi) August 29, 2020
জানিয়ে দিই, আগামীকাল সকাল ১১ টা থেকে ১১ঃ৩০ মিনিট পর্যন্ত মন কি বাত অনুষ্ঠান ডিডি ভারতীতেও দেখা যাবে। এছাড়াও মন কি বাত এর আঞ্চলিক সংস্করণ অল ইন্ডিয়া রেডিও তে ১১ঃ৩০ থেকে আর সেই দিনের রাত আটটায় প্রসারিত হবে। এছাড়াও আপনি আপনার ফোন থেকে ১৯২২ নম্বরে ডায়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠান বিনামূল্যে শুনতে পারবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী ১১ জুলাই একটি ট্যুইট করে লিখেছিলেন যে মন কি বাত অনুষ্ঠানের জন্য যদি কোন পরামর্শ দিতে চান তাহলে দিতে পারেন। জানিয়ে দিই, গত বারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সফল হওয়া পড়ুয়াদের শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি কয়েকজন পড়ুয়াকে নিজে থেকে ফোন করে শুভেচ্ছা জানান।