বাংলাহান্ট ডেস্ক : দেশে তৈরি হল এশিয়ার বৃহত্তম বায়ো-সিএনজি প্লান্ট ‘গোবর ধন’। শনিবার ইন্দোরে এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১টা নাগাদ ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন সিএনজি প্লান্টের সূচনা করেন তিনি।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্যায়ে শহরগুলিকে আবর্জনা মুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্র সরকার। এশিয়ার বৃহত্তম এই ‘গোবর ধন’ প্লান্ট যে এই কাজে বহুলাংশে সাহায্য করবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিন এই অনুষ্ঠানে ভাষণ দেওয়া কালীন নরেন্দ্র মোদী বলেন, ‘আগামী ২ বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর ধন বায়ো সিএনজি প্লান্ট নির্মানের কাজ সম্পুর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। একই সঙ্গে ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।’
ইন্দোর ক্লিন এনার্জি প্রাইভেট লিমিটেড, ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ইন্দো এনভাইরো ইন্টিগ্রেটেড সলিউশন লিমিটেড সম্মিলিত চেষ্টায় তৈরি করেছে এই প্লান্টটি। এই প্লান্টে উৎপাদিত ৫০% সিএনজি কিনে নিয়ে তা দিয়ে ৪০০ টি বাস চালানোর পরিকল্পনা করেছে ইন্দোর পুরসভা।
দিনে প্রায় ৫৫০ টন পৃথকীকৃত জৈব আবর্জনা পরিশোধনের ক্ষমতা রয়েছে এই গোবর-ধনের। প্রায় ১৭ হাজার কেজি সিএনজি এবং ১০০ টন জৈব সার এখানে উৎপাদিত হবে প্রতিদিন। একই সঙ্গে জৈব গ্যাস, জৈব সার, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বড় সুবিধা মিলবে এই একটি প্লান্ট থেকেই।
প্রথম থেকেই স্বচ্ছ ভারত অভিযানের দিকে নজর দিয়েছেন মোদী। ভারতকে পরিষ্কার, সুস্থ, এবং সবুজ এক দেশ গড়ে তোলার জন্য অগ্রসর হয়েছেন তিনি। এবার শহরকে আবর্জনা মুক্ত করতে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করতে যে বিরাট ভূমিকা গ্রহন করতে চলেছে এই গোবর ধন তেমনটাই মত বিশেষজ্ঞ মহলের।