হনুমান জয়ন্তীতে বড় উপহার, ১০৮ ফুট উঁচু বজরংবলীর মূর্তি উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্ক : আজ হনুমান জয়ন্তী উপলক্ষে গুজরাটের মোরবিতে ভগবান হনুমানের একটি ১০৮ ফুট লম্বা মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পিএমও অফিস সূত্রে খবর, ভগবান হনুমানের চারধাম প্রকল্পের অধীনে দেশের চার দিকেই হনুমানের মূর্তি স্থাপন করা হবে।

এদিনের উদ্বোধন করা মূর্তিটি হবে এই প্রকল্পের দ্বিতীয় মূর্তি। এটি মোরবির বাপু কেশভানন্দ আশ্রমেই প্রতিষ্ঠা করা হচ্ছে। এই প্রকল্পের প্রথম মূর্তিটি ২০১০ সালে সিমলায় প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপরের মূর্তিটি দক্ষিণ ভারতের রামেশ্বরে প্রতিষ্ঠা করা হবে। সেটির কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এমনটাই খবর প্রধান মন্ত্রীর দপ্তর সূত্রে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ট্যুইট করে জানিয়েছেন এই মূর্তি উদ্বোধনের কথা। এদিন ট্যুইটারে তিনি লেখেন, ‘আজ হনুমান জয়ন্তী। এই উপলক্ষে সকাল ১১টায় মোরবিতে ১০৮ ফুটের একটি হনুমান মূর্তি উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত।’

উল্লেখ্য, মোরবিতে এই বিশাল মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। মূর্তিটি তৈরি করতে মোট খরচ হয়েছে ১০ কোটি টাকা। এদিন এই বিশাল হনুমান মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য নেতারাও।

অন্যদিকে জোর কদমে চলছে রামেশ্বরমের মূর্তির কাজও। শ্রী হরিশ চন্দ্র নন্দ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট স্থাপন করবে এই মূর্তিটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় রামেশ্বরমে। চতুর্থ মূর্তিটির জন্যও ভারতের পূর্ব দিকে চলছে জায়গা বাছাইয়ের কাজ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর