‘বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করে তেরঙ্গা অভিযানকে মজবুত করুন’, বিশেষ আবেদন মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ এবছর স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে ভারত সরকার দ্বারা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করার ডাক দেওয়া হয়েছে। গোটা দেশজুড়ে এ বছর ১৫ ই আগস্ট পালিত হতে চলেছে এই উৎসব। এর মাঝেই আবার স্বাধীনতা দিবস এবং এ প্রসঙ্গকে স্মরণীয় করে রাখার জন্য ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কর্মসূচি অনুযায়ী ১৩ ই আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত প্রতিটি দেশবাসীর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার ডাক দিয়েছেন মোদী।

এই প্রসঙ্গে সম্প্রতি তিনি টুইট করে বলেন, “১৯৪৭ সালে ২২ শে জুলাই আমাদের তেরঙ্গা, জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। ফলে এ বছর ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের মাধ্যমে জাতীয় পতাকার সঙ্গে আমাদের সকলের সম্পর্ককে আরো গভীর করে তুলতে হবে।” সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই এ অভিযানটিকে সফল করার জন্য উঠে পড়ে বসেছে কেন্দ্র। এ সম্পর্কিত প্রধানমন্ত্রীর টুইট এদিন সমগ্র দেশবাসীকে আবেগঘন করে তুলেছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, “বিদেশি শাসনের বিরুদ্ধে নিজেদের জীবন দিয়ে যারা আমাদের স্বাধীন ভারত এবং দেশের স্বাধীন জাতীয় পতাকার স্বপ্ন দেখিয়েছিলেন, তাদের সাহসিকতাকে স্মরণ করুন। স্বাধীন ভারতের উদ্দেশ্যে তাদের যে স্বপ্ন ছিল, তা পূরণ করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, আজ ২২ শে জুলাই। এদিন ভারতের তেরঙ্গা, জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। সেই উপলক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, “এ বছর আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করতে চলেছি। সেই প্রসঙ্গে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানকে মজবুত করার সময় এসে গিয়েছে। আগামী ১৩ থেকে ১৫ ই আগস্ট আপনারা বাড়িতে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই অভিযানকে সফল করে তুলুন। জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর করে তুলতে হবে।”

এদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি ছবি শেয়ার করে মোদী লেখেন, “আজকের দিনটি আমাদের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। ২২ শে জুলাই দিনটিতে আমাদের জাতীয় পতাকা গ্রহণযোগ্যতা পায়।”

স্বাভাবিকভাবেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এবং ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানকে সফল করতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাঝেই বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আগামী ১৫ ই আগস্ট গোটা দেশ জুড়ে ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন করা হবে বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর