অব্যাহত মোদী ম্যাজিক, ডমিনিকা-নাইজেরিয়ার পর আরও দুই দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : পরপর বিভিন্ন দেশ থেকে সম্মানে সম্মানিত হচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রথমে ডমিনিকা সরকার সে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে মোদীকে (Narendra Modi)। কিছুদিন আগে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার একই পথে হাঁটতে চলেছে গায়না এবং বার্বাডোজও। ভারতের কাছে এ নিঃসন্দেহে বড় খবর।

বড় সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)

ব্রাজিলে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে আরো দুই দেশে সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রথমেই তিনি যান নাইজেরিয়াতে। ২০০৭ এর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন সেই দেশে। সেখানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইগার-এ সম্মানিত করা হয়েছে মোদীকে (Narendra Modi)। এবার গায়না এবং বার্বাডোজেও সম্মানিত হতে চলেছেন তিনি।

Narendra modi will be getting award from this two countries

গায়না সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী: জানা গিয়েছে, গায়নার সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ এক্সিলেন্স’ এবং বার্বাডোজের ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ সম্মান পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি ব্রাজিলে জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার পর এবার গায়না সফরে গিয়েছেন তিনি।

আরো পড়ুন : এবার ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি পেলেন সরকারি কর্মীরা, বিরাট সিদ্ধান্ত রাজ্যের

সর্বোচ্চ সম্মান পাচ্ছেন মোদী: ১৯৬৮ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ গায়নায়। সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে ১৯-২১ শে নভেম্বর গায়নায় থাকবেন মোদী (Narendra Modi)। বক্তব্য রাখবেন পার্লামেন্টে। পাশাপাশি যোগ দেবেন ভারতীয় বংশোদ্ভূতদের সভায়। এই সফরের মধ্যেই সম্মানিত হতে চলেছেন নরেন্দ্র মোদী।

আরো পড়ুন : হিন্দু হয়ে জন্ম, হঠাৎ ধর্ম বদলে মুসলিম হলেন কেন এ আর রহমান? তাঁর আসল নাম কী ছিল জানেন?

প্রসঙ্গত, টানা কয়েকদিনের বিদেশ সফরে রয়েছেন নরেন্দ্র মোদী। রিও ডি জেনেইরোতে জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি গিয়েছিলেন নাইজেরিয়ায়। সেখানে প্রবাসী ভারতীয়দের থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। পালটা আগামী বছর জানুয়ারি মাসে ভারতে টানা উৎসব উপলক্ষে নাইজেরিয়ায় থাকা ভারতীয়দের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর