লতা মঙ্গেশকরের নামে চালু হচ্ছে পুরস্কার, দেশের প্রতি নিঃস্বার্থ অবদানের জন‍্য প্রথম পাবেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) নামে চালু হওয়া প্রথম পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রয়াত কিংবদন্তি গায়িকার স্মৃতিতে নতুন একটি পুরস্কার চালু হতে চলেছে। প্রথম পুরস্কারটিই উঠবে নরেন্দ্র মোদীর হাতে। দেশ ও দশের নিঃস্বার্থ সেবার জন‍্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি।

এই বিশেষ সম্মানের নাম রাখা হয়েছে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার। ২৪ এপ্রিল ৮০ তম বার্ষিক মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ‍্যারিটেবল ট্রাস্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়, এই পুরস্কার প্রতি বছর এমন একজন মানুষকে দেওয়া হবে যিনি সমাজের জন‍্য অবিস্মরণীয় কোনো অবদান রেখেছেন।

   

Narendra Modi lata 1644137905837 1644137906020
এই পুরস্কারের প্রথম প্রাপক হিসাবে নরেন্দ্র মোদীকে নির্বাচন করা নিয়ে প্রতিষ্ঠানের তরফে বলা হয়, প্রধানমন্ত্রী এমন একজন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন মানুষ যিনি ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তাঁর অনুপ্রেরণায় দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন হচ্ছে। গত হাজার বছরের গৌরবময় ইতিহাসে নরেন্দ্র মোদী অন‍্যতম শ্রেষ্ঠ নেতা বলে দাবি করা হয় বিবৃতিতে।

গত ৬ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন লতা মঙ্গেশকর। তাঁর বোন উষা মঙ্গেশকর দিদির মৃত‍্যুর খবর জানান সংবাদ মাধ‍্যমকে। রবিবারই বিকেলে শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত‍্য সম্পন্ন হয় তাঁর। কিংবদন্তি গায়িকাকে শেষ সম্মান জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ‍্য, ২৪ এপ্রিল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাবা মাস্টার দীননাথ মঙ্গেশকরের ৮০ তম প্রয়াণ বার্ষিকী। এদিনই পুরস্কার প্রদান করা হবে প্রধানমন্ত্রীকে। মুম্বইয়ের শণমুখানন্দ হলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর