বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার সঙ্কটের কথা মাথায় রেখে প্রধামন্ত্রি নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামীকাল দুপুর তিনটে নাগাদ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে বৈঠক করবেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে লকডাউন নিয়ে পরামর্শ চাইবেন।
Prime Minister Narendra Modi will hold video conferencing with all the Chief Ministers tomorrow at 3 pm: Sources. #Covid19 pic.twitter.com/lFo2W7fINg
— ANI (@ANI) May 10, 2020
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ এপ্রিল সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছিলেন। ওই কনফারেন্সের পর প্রধানমন্ত্রী কার্যালয় বৈঠক নিয়ে জানায়, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদের অর্থব্যবস্থার উপরে জোর দিতে হবে আর করোনার বিরুদ্ধেও লড়াই জারি রাখতে হবে।
ওই বৈঠক নিয়ে পিএমও আরও জানায়, পধানমন্ত্রী এটা সুনিশ্চিত করতে বলেছেন যে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে দেশের প্রয়াস বাড়ানোর জন্য দেশের বেশীরভাগ জনতাই যে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেন। উনি রাজ্য গুলোর জন্য হটস্পট তথা রেড জোন গুলোতে কড়া ভাবে দিশা নির্দেশ লাগু করার কথা বলেছেন।
আপনাদের জানিয়ে দিই, তৃতীয় দফার লকডাউনে দেশে অনেক ছাড়ের কথা ঘোষণা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। সেলুন, মদের দোকান, নির্মাণ কাজ সমেত অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছিল। এবার শোনা যাচ্ছে যে, কেন্দ্র সরকার গোটা জেলাকে রেড জোন ঘোষণা না করে যেই এলাকায় করোনার সংক্রমণ বেশি, সেই এলাকাতেই নিষেধাজ্ঞা জারি করতে পারে।
তৃতীয় দফার লকডাউন আগামী ১৭ই মে শেষ হতে চলেছে। আর দেশে করোনার ভাইরাসের সংক্রমণের ক্রমবর্ধমান গ্রাফ দেখে এটা মানা হচ্ছে যে, আবারও ১৪ দিনের জন্য লকডাউন ডাকা হতে পারে সরকারের পরক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত দু একটা রাজ্যের আগামী ৩১ মে পর্যন্ত আগে থেকেই লকডাউনের ঘোষণা করা হয়েছে।