বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ শনিবার গুজরাতের আমদাবাদে সবরমতী নদীর (Sabarmati River) উপর অটল সেতুর (Atal Setu) উদ্বোধন করতে চলেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) নামে এই সেতু প্রধানত পথচারীদের জন্যই তৈরি করা হয়েছে৷ এ ছাড়া এই সেতু ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও।
আমদাবাদের ভয়ংকর যানজটে পড়ার বদলে কোনও যানবাহনের সাহায্য ছাড়াই পথচারিরা পেরিয়ে যেতে পারবেন সবরমতী নদী ৷ এমনকি সবরমতী নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন পথচারীরা। যাত্রীদের জন্য সুন্দর ভাবে সাজানো রাস্তাও রয়েছে এই সেতুতে৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু৷ সেতুটির ছাদ তৈরি হয়েছে রঙিন ফ্যাব্রিকে। সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলের সাহায্যে। আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব ছিল অটল সেতু তৈরি করার। এই সেতুর প্রধান বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর খেলা। ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে সৌন্দর্যায়নের অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র।
সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে৷ আজ শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই। শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা দেবেন তিনি। নিজের মায়ের কাছে যাওয়ারও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদি শেষবার মাকে দেখতে গিয়েছিলেন মাতৃদিবসের দিন। সেদিন পরম মমতায় মায়ের পা ছুঁয়ে প্রধানমন্ত্রীর প্রণাম করার ছবি ছেয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!