বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদের নিজের বাসভবনে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচমকাই সাংসদদের এভাবে নিজের বাসভবনে ডাকা নিয়ে জল্পনা ছড়িয়েছে। জানা গিয়েছে যে, বুধবার নিজের বাসভবনে বিজেপির সাংসদের সংজ্ঞা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বঙ্গই বিজেপির সূত্রের খবর অনুযায়ী, এদিন বিধানসভায় ঘটে যাওয়া অশান্তি ও রামপুরহাট কাণ্ড নিয়ে আলোচনা করার জন্য সাংসদের নিজের বাসভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিধায়কের সাসপেন্ডও ভালো চোখে দেখছে না বিজেপি। সেই কারণে এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশও জানাতে পারে তাঁরা।
অন্যদিকে, দিন দিল্লিতে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাপ্ত খবর অনুযায়ী, রামপুরহাট কিলিং সহ একাধিক ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। নিজেই ট্যুইট করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানান রাজ্যপাল।
https://twitter.com/jdhankhar1/status/1508356458169389056
উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর আর্জি জানান তৃণমূলের সাংসদরা। সেদিন তৃণমূলের প্রতিনিধি দল রামপুরহাট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি রিপোর্টও জমা দেন।