যেটা আগে কোন সরকার করতে পারেনি, সেটা ১৭ তম লোকসভায় করে দেখাল নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্কঃ সব রেকর্ড ভেঙে কাজের দিক থেকে নতুন রেকর্ড তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার সবরকম চেষ্টা করে চলেছে। কেন্দ্র সরকার ১৭ তম লোকসভায় এখনো পর্যন্ত সংসদের দুটি সদনেই রেকর্ড বিল পাশ করাতে সক্ষম হয়েছে। আর এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিল হল তিন তালাক আর ইউএপিএ বিল। আর এই বর্ষাকালীন অধিবেশনে মোদী সরকার আরেকটি নতুন রেকর্ড বানাতে চলেছে। সরকার এই বর্ষাকালীন অধিবেশন আবারও বাড়িয়ে নতুন আরেকটি রেকর্ড বানানোর প্রস্তুতি নিচ্ছে।

modi

সংসদের বর্তমান অধিবেশন ২৭ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটিকে বাড়িয়ে ৭ই আগস্ট পর্যন্ত করা হয়েছিল। কিন্তু এবার সরকার এই অধিবেশনকে আবারও বাড়াতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রীর কার্যালয়ের সুত্র অনুযায়ী, সরকার এই বর্ষাকালীন অধিবেশন ১৪ই আগস্ট পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে। সুত্র জানায় যে, দুদিন আগেই কেন্দ্র সরকারের মন্ত্রীরা আন-অফিসিয়ালি ভাবে সংসদের অধিবেশন ৯ই আগস্ট পর্যন্ত জারি রাখার সূচনা দিয়েছিলেন।

কিন্তু কেন্দ্র সরকার এবার ৯ই আগস্টের যায়গায় সংসদের বর্তমান অধিবেশন ১৪ই আগস্ট পর্যন্ত জারি রাখার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যে, কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে কয়েকটি নতুন বিলের প্রস্তাব রাখা হয়েছে। আর কেন্দ্র সরকার চাইছে যে, ওই বিল গুলোকে এই অধিবেশনেই পাশ করিয়ে নেবে। সুত্র থেকে জানা যায় যে, এই সিদ্ধান্ত আগামী সোমবার নেবে কেন্দ্র সরকার।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সংসদের অধিবেশন বাড়ালে দুটি লাভ হবে। প্রতহম, এই অধিবেশনে অধিক সংখ্যার বিল পাশ করানো যাবে। আর দ্বিতীয় হল, স্বাধীনতা দিবসের আগের দিন পর্যন্ত সংসদের অধিবেশন চললে, সমস্ত সাংসদেরা স্বাধীনতা দিবসে লাল কেল্লায় উপস্থিত থাকতে পারবেন। কেন্দ্রে দ্বিতীয়বার মোদী সরকার গঠনের পর এটাই প্রথম স্বাধীনতা দিবস পালন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর