বাংলাহান্ট ডেস্কঃ সামরিক শক্তি বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে চলেছে ভারত (india)। সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য প্রায়ই কিছু না কিছু অস্ত্র শস্ত্র কিনছে ভারত। তবে বর্তমান সময়ে ড্রোনের উপর বেশি নজর দিচ্ছে ভারত সরকার। সেই কারণেই মার্কিন আধিকারিকদের সঙ্গে কথা বলতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।
বর্তমান সময়ে কোয়াড বৈঠকে অংশ নেওয়ার জন্য আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেখানে তিনি ২৩ শে সেপ্টেম্বর চারটি শীর্ষ আমেরিকান কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে এবং ড্রোন নির্মাতা জেনারেল অ্যাটোমিক্সের প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সূত্রের খবর, চারজন প্রধান নির্বাহীর সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা সকলেই সংস্থার প্রধান স্বরূপ। জেনারেল এটোমিক্সের প্রধান, কোয়ালকম সেমি-কন্ডাক্টর প্রধান, ব্ল্যাকরক বৈশ্বিক বিনিয়োগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ফার্স্ট সোলার এবং অ্যাডোব এর সাথে সাক্ষাৎ করবেন। এই বৈঠক ভারতীয় সময় সন্ধ্যে ৭ টা নাগাদ হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, ভারত নিজের ক্ষমতা বাড়ানোর জন্য ৩ আরব ডলার খরচ করে ৩০ টি সশস্ত্র প্রিডেটর ড্রোন কেনার পরিকল্পনা করছে। ভারতের তিনটি সেনাবাহিনীর জন্য 10-10 MQ-9 রিয়ার ড্রোন কেনা হবে। যা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এবং যা সীমান্ত অঞ্চলে চীন এবং পাকিস্তানের উপর নজর রাখতে ব্যবহার করা যাবে।
এই প্রিডেটর ড্রোনের বিশেষত্ব হল- এটি প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় উঠেও কাজ করতে সক্ষম এবং এটি প্রায় ২৭ ঘন্টা ধরে বাতাসে থাকতে পারবে।