বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যে চতুর্থ দফার লোকসভা ভোট। তার আগে রবিবার বাংলার বুকে চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার রাতেই রাজভবনে চলে এসেছিলেন তিনি। আজ সকালে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রথম সভা করেন মোদী। এই সভায় দাঁড়িয়ে সন্দেশখালি থেকে শুরু করে দুর্নীতি, একাধিক ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানা করেন তিনি।
এদিনের সভায় দাঁড়িয়ে সন্দেশখালি ইস্যু নিয়ে ফের একবার সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। গতকাল তিনি রাজ্যে আসার পর ফের একটি ’স্টিং ভিডিও’ প্রকাশ্যে এসেছে। সেখানে ফের একবার দেখা গিয়েছে সন্দেশখালির স্থানীয় বিজেপি (BJP) নেতা গঙ্গাধর কয়াল। সেই ভিডিও নিয়ে চর্চা এখন তুঙ্গে। সেই আবহে সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন মোদী।
ভাটপাড়ার (Bhatpara) সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালিতে কী হচ্ছে সেটা সম্পূর্ণ দেশ দেখছে। তৃণমূল কংগ্রেসের পুলিশ ওদের বাঁচিয়েছে। এখন নতুন খেলা শুরু করেছে। ওদের গুণ্ডা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ অত্যাচারীর নাম যে শেখ শাহজাহান। তৃণমূল ওকে ক্লিনচিট দিতে চায়’।
আরও পড়ুনঃ রেখা ‘ম্যাজিক’! ভোটের মাঝেই সন্দেশখালিতে বিরাট কাণ্ড ঘটালেন মোদীর ‘শক্তি স্বরূপা’, শোরগোল
সন্দেশখালির পাশাপাশি দুর্নীতি কাঁটাতেও তৃণমূলকে বিদ্ধ করেন পিএম মোদী। তিনি বলেন, ‘এখানে OMR শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের জমানায় কেবলই দুর্নীতি হয়েছে। বাংলায় যে লুঠ হয়েছে, তার পাইপয়সার হিসেব নেব। কেউ ছাড় পাবে না। বাংলার ভুক্তভোগীদের আমি বলতে চাই, মোদী আছে। দুর্নীতিবাজদের কেউ ছাড় পাবে না’।
অর্জুনের সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় এবার বিজেপির ভালো ফলাফলের আশা করছেন তিনি। গতবারের থেকেও এবার ভালো রেজাল্ট হবে বলে মনে করছেন তিনি। এদিনের সভা থেকে রাজ্যবাসীর জন্য পাঁচটি গ্যারান্টিও দেন প্রধানমন্ত্রী। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, সিএএ কেউ আটকাতে পারবে না, তফশিলি জনজাতির সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না, রামনবমী পালন করতে হবে, শ্রীরামের পুজোয় কেউ বাধা দিতে পারবে না এবং রামমন্দিরে শীর্ষ আদালতের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না।
উল্লেখ্য, ভাটপাড়ার পর বাংলার আরও তিন কেন্দ্রে আজ সভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর একটা নাগাদ চুঁচুড়ার পদ্ম প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা আছে তাঁর। এরপর আরামবাগে অরূপকান্তি দিগর এবং সাঁকরাইলে রথীন চক্রবর্তীর সমর্থনে সভা করবেন পিএম মোদী।