বড় খবরঃ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মোদীর মুখ্য উপদেষ্টা! উঠছে নানা প্রশ্ন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মুখে বড় খবর, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখ্য উপদেষ্টা পি কে সিনহা (P K Sinha)৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও পি কে সিনহার পদত্যাগ ঘিরে নান প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

২০১৯ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীর অফিসে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসাবে নিযুক্ত ছিলেন পি কে সিনহা। সেই সময় শুধুমাত্র তাঁর জন্যই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদটি তৈরি করা হয়েছিল। জানা গিয়েছিল, যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, ততদিন তিনি প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে থাকবেন।

১৯৭৭ সালে আইএএস ব্যাচের উত্তর প্রদেশ ক্যাডারের অফিসার ছিলেন পি কে সিনহা। দিল্লীর অন্যতম অভিজ্ঞ আমলা হিসেবে ৪ বছর ক্যাবিনেট সচিব হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পিএমও-তে সমস্ত মন্ত্রক এবং দফতরের নীতি সংক্রান্ত সমস্ত বিষয়ের দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি।

আচমকাই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদত্যাগের বিষয়ে নানা প্রশ্নের উৎপত্তি হয়েছে। যদিও তিনি এই পদ ত্যাগ করার পেছনে কিছু ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। কিন্তু তারপরও নির্বাচনের মুখে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে নানা মহল।

X