বাংলা হান্ট ডেস্ক: নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের সভায়, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) মিশন “বিকশিত ভারত”-এর লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, ওই লক্ষ্য অর্জনের জন্য তিনি দেশের রাজ্যগুলিকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। মোদী জানান যে “বিকশিত ভারত” প্রত্যেক ভারতীয়ের লক্ষ্য। যখন প্রতিটি রাজ্যের উন্নতি হবে, তখন ভারতও উন্নত হবে।এটা ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা। নীতি আয়োগের শীর্ষ সংস্থা গভর্নিং কাউন্সিলে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে।
কী জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi):
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) হলেন নীতি আয়োগের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি রাজ্যকে উন্নত করা, প্রতিটি শহর উন্নত করা, প্রতিটি পৌরসভা উন্নত করা এবং প্রতিটি গ্রাম উন্নত করা। আমরা যদি এই দিকে কাজ করি তবে আমাদের ‘বিকশিত ভারত’ হতে ২০৪৭ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।” তিনি আরও পরামর্শ দিয়েছেন যে, রাজ্যগুলিকে তাদের নিজ নিজ রাজ্যে অন্তত একটি পর্যটন গন্তব্য গড়ে তুলতে হবে। যেখানে সমস্ত সুযোগ-সুবিধা এবং বিশ্বমানের পরিকাঠামো যুক্ত থাকতে হবে।
“ওয়ান স্টেট: ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন”: প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “‘ওয়ান স্টেট: ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন’-এর লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটি আশেপাশের শহরগুলিকে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পথ তৈরি করবে। ভারত দ্রুত নগরায়নের সাক্ষী হচ্ছে। তাই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত শহরগুলির দিকে কাজ করা উচিত৷ বৃদ্ধি, উদ্ভাবন এবং পরিবেশ-বান্ধব উদ্যোগগুলি ভারতের শহরগুলির উন্নয়নের ইঞ্জিন হওয়া উচিত।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী মহিলাদের কাজের ক্ষেত্রেও অন্তর্ভুক্তির দিকে জোর দেন। উল্লেখ্য যে, “অপারেশন সিঁদুর”- এরপর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সাথে প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম বড় বৈঠক।
আরও পড়ুন: পাকিস্তানের সাথে উত্তেজনার আবহেই ইতিহাস গড়ল RBI, মোদী সরকারকে দেবে ২.৬৯ লক্ষ কোটির উপহার
কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিতে নির্দেশ দেন: জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতে নীতিগত বাধাগুলি অপসারণ করতে বলেছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলি যদি “টিম ইন্ডিয়া”-র মতো একসাথে কাজ করে তবে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিভিআর সুব্রাহ্মনিয়াম বলেছেন যে বৈঠকে উপস্থিত সকলেই সর্বসম্মতভাবে পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করতে ভারতের “অপারেশন সিঁদুর”-কে সমর্থন করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজ্যগুলিকে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাগুলিতে ফোকাস করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান যে, নীতি আয়োগের ১০ বছরের যাত্রা ছিল “একটি বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রকে প্রস্তুত করা।”
আরও পড়ুন: “ভারতে নয়, আমেরিকায় স্মার্টফোন বানান”, Apple-এর পর এবার Samsung-কে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
৩১ টি রাজ্যের প্রতিনিধিরা এতে অংশ নেন: এবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ছিল – “২০৪৭ সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য”। দেশের ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩১ টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নররা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। যেটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় অংশগ্রহণের মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার এবং পুদুচেরির প্রতিনিধিরা বৈঠকে যোগ দেননি। তাঁরা আগে থেকেই তাঁদের অনুপস্থিতির কথা জানিয়েছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “আমাদের দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে। কেন্দ্র এবং সমস্ত রাজ্য যদি ‘টিম ইন্ডিয়া’-এর চেতনায় একত্রে কাজ করে, তবে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।” জানিয়ে রাখি যে, এই বৈঠকটি কেবল রাজ্যগুলির অংশগ্রহণের প্রতীক ছিল না, পাশাপাশি “বিকশিত ভারত”-এর লক্ষ্যের দিকে কেন্দ্র এবং রাজ্যগুলির যৌথ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: