বাংলা হান্ট ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয়, খাদ্যসংকটে ধরাশায়ী পাকিস্তান (Pakistan)। এর সঙ্গে যুক্ত হয়েছে তালিবান হামলা। এবং তার সঙ্গে রয়েছে ঋণের বোঝা। এই পরিস্থিতিতে নিজের দেশকে ভিখারি বললেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ Shahbaz Sharif)। তিনি বলেন, ‘আজ পরমাণু শক্তিধর একটি দেশ হয়েও অন্যদের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হচ্ছে পাকিস্তানকে। দেশের পক্ষে এটা অত্যন্ত লজ্জার।’ এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে পাকিস্তানে। সেই ভিডিওই এখন আলোচনার চূড়ান্তে।
জানা যাচ্ছে, এটি একটি মজার ভিডিও ক্লিপ। ভিডিওটি শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মোদি পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে কিছু মন্তব্য করছেন। নমো বলছেন, ‘পাকিস্তানের অহংকার আমি চূর্ণ করব। সারা বিশ্বে পাকিস্তানকে বাটি হাতে ভিক্ষা করাব।’ বর্তমান প্রধানমন্ত্রী শহবাজ শরিফের সামনে ইমরান এই ভিডিওর মাধ্যমে আয়না তুলে ধরেছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের (Imran Khan) মুখে বহুবার শোনা গিয়েছে। কিন্তু পাক সংবাদমাধ্যমের মুখে মোদির স্তুতি? এতদিন পর্যন্ত এটা অকল্পনীয়ই ছিল। কিন্তু এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অগ্রগতিকে কুর্নিশ না জানিয়ে আর পারল না সেদেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ নামের এক নামী পাক দৈনিক ভূয়সী প্রশংসা করে নতুন ভারতের।
শাহজাদ চৌধুরী নামে সেদেশের এক নামী রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রিয় গন্তব্য ভারত। আর সেজন্য দায়ী মোদির সুযোগ্য নেতৃত্ব। তাঁর মতে, ভারতের বিদেশ নীতি অত্যন্ত দক্ষ হাতে সাজিয়ে তোলা হয়েছে। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপির দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে নয়াদিল্লি। আর এই সাফল্যের আসল দাবিদার যে নরেন্দ্র মোদি। এমনই মনে করেন শাহজাদ।