ফুলহাতা শার্ট, গলায় অঙ্গভস্ত্রম ও রুদ্রাক্ষের মালা! কেরলে ভিন্ন রূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দুদিনের কেরল (Kerala) সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। গতকাল বৃহস্পতিবার তিনি আদি শংকরাচার্যের (Adi Shankaracharya) জন্মভূমি কেরলের এর্নাকুলাম জেলার কলাডি গ্রামে পূজাপাঠও করেন। এদিন মোদি দক্ষিণ ভারতের পরাম্পরা অনুযায়ী উপযুক্ত পোশাকে সাজিয়ে ছিলেন নিজেকে। এই জায়গায় প্রায় ৪৫ মিনিট সময় কাটান প্রধানমন্ত্রী।

কী পোশাক পড়েছিলেন মোদি? এদিন পূজার সময় দক্ষিণ ভারতের রীতি মেনে ঐতিহ্যবাহী লুঙ্গি, অঙ্গবস্ত্র, ফুল হাতা জামা, এবং গলায় রুদ্রাক্ষে নিজেকে সাজিয়েছিলেম প্রধানমন্ত্রী। দক্ষিণ ভারতের পোশাকের রীতির সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। এই প্রথমবার মোদিকে এই রকম বস্ত্রে দেখা যায়। এর আগে উত্তরাখণ্ডের কেদারনাথে ১২ ফুট উঁচু শংকরাচার্যের মূর্তি উন্মোচন করেন। সেখানেও মোদিকে রুদ্রাক্ষ পড়তে দেখা যায়।

এখানে আসার আগে নেদুম্বাসরিতে কোচি বিমানঘাঁটির পাশে একটি জনসভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন ভারতীয় সংস্কৃতিতে শংকরাচার্যের অবদান অসামান্য। এরপর শংকরাচার্যের ঐতিহ্যকে বহন করার জন্য নারায়ণ গুরু, চট্টম্পি স্বামীকলের মতো সন্ন্যাসীরা কেরল থেকেই উঠে এসেছিলেন। আদি শংকরাচার্য তাঁর ‘অদ্বৈতবাদ দর্শন’-র জন্য বিখ্যাত। বক্তৃতা শেষ করেই পেরিয়ার নদীর ধারে আদি শংকরাচার্যের জন্মস্থলের যান মোদি।

এদিন কেরলে একাধিল প্রকল্পেরও সূচনা করলেন প্রধানমন্ত্রী। কোচি মেট্রো রেলের ৪৫০০ কোটি টাকার বিভিন্ন সুযোগ সুবিধার শুভারম্ভ করেন তিনি। আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মোদি। নরেন্দ্র মোদি এদিন বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে উন্নত হবে রাজ্যের পরিকাঠামো। বৃদ্ধি হবে অর্থনীতিতে। বাড়বে পর্যটন ব্যবসাও। জানা যাচ্ছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নৌসেনার বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তকে কমিশন করতে চলেছেন।

সম্পর্কিত খবর

X