অগ্নিকাণ্ডের পর উত্তপ্ত নারকেলডাঙা! ফিরহাদ যেতেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল ‘চোর’ স্লোগান

বাংলা হান্ট ডেস্কঃ নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (Narkeldanga Fire)। ঘুমের ঘোরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৩০টিরও বেশি ঝুপড়ি। সর্বস্বান্ত হয়ে গিয়েছেন বহু মানুষ। শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘটনাস্থলে যেতেই ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সচিন সিংহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী।

বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর উত্তপ্ত নারকেলডাঙা (Narkeldanga Fire)!

তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তিনি টাকা তুলেছেন। এদিন মেয়র ফিরহাদ হাকিম এলাকা ছাড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান ওঠে বলে খবর। পুলিশের সামনেই দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। থানার সামনে অবস্থানে বসেন শাসক নেতা।

এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, ‘কোনও রাজনীতিতে যাব না। আইন অনুযায়ী সবটা হবে’। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন বহু মানুষ। মাথার ওপর ছাদ নেই, পুড়ে গিয়েছে নথিপত্র। কেউ আবার হারিয়েছেন প্রিয়জনকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরি লাগবে না! এবার মাসে মাসে মিলবে পেনশন! দুর্দান্ত প্রকল্প সরকারের

নারকেলডাঙার (Narkeldanga) এই অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগণার ন্যাজাট নিবাসী হাবিবুল্লা মোল্লা। পরিবার জানায়, ‘বহু বছর ধরে খালপাড়ের গোডাউনে কাজ করতেন। রাতে সেখানেই ঘুমোতেন। ওটাই কাল হল’।

গতকাল রাতের অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন হাবিবুল্লা। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন হাবিবুল্লার মেয়ে। তিনি বলেন, আমার মাথা কাজ করছে না! আমার বাবা নেই। বাবা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই।

Narkeldanga fire

একরাতের মধ্যে ওলটপালট হয়ে গিয়েছে নারকেলডাঙার খালপাড়ের ঝুপড়িবাসীদের জীবন। বিধ্বংসী আগুনে এভাবে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি অনেকে। শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার আশায় ছাইয়ের গাদা হাতড়াচ্ছেন কেউ কেউ।

অগ্নিকাণ্ডের জেরে নারকেলডাঙায় (Narkeldanga Fire) পুড়ে যাওয়া ঝুপড়ি নিবাসী একজন বলেন, ফায়ার ব্রিগেড আসতে গেলে… হেঁটে আসলে ওরা ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু ওরা এসেছে ১ ঘণ্টা পর। আমরা কিছু বের করতে পারিনি। আমাদের সব কিছু পুড়ে গিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর