৩,৭০০ কোটি টাকা হয়েছিল খরচ, আচমকাই এই গুরুত্বপূর্ণ মিশন বাতিল করল NASA! কারণ জানলে দুঃখ হবে

বাংলা হান্ট ডেস্ক: মহাকাশ গবেষণার লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ মিশনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে NASA (National Aeronautics and Space Administration)। যেগুলিতে খরচ হয় কোটি কোটি টাকা। এমতাবস্থায়, এই বিপুল খরচের পরে যদি কোনও মিশন বাতিল হয়ে যায় তাহলে সেটি অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলে। এমতাবস্থায়, সম্প্রতি একটি বড় আপডেট সামনে এসেছে।

NASA নিল বড় সিদ্ধান্ত:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকার কংগ্রেস মহাকাশ সংস্থা NASA-র একটি গুরুত্বপূর্ণ মিশন বাতিল করেছে। যদিও, এর একটি বিশেষ কারণও সামনে এসেছে। মূলত, ভাইপার নামের এই মিশনটিতে ২০২৩ সালের মধ্যে চাঁদে একটি রোভার পাঠানোর কথা ছিল। যার উদ্দেশ্য ছিল চাঁদে জল বা বরফ অনুসন্ধান করা। কিন্তু এই অভিযান এখন স্থগিত হয়েছে। পাশাপাশি, এটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।

   

এই মিশনের গুরুত্ব: প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদে জল (বা বরফ) আবিষ্কার সারা বিশ্বের বিজ্ঞানীদের জন্য একটি বিশেষ সফলতা হিসেবে বিবেচিত হবে। এর কারণ হল জলকে ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য একটি সম্ভাব্য জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এদিকে, চাঁদে জল পাওয়া গেলে কার্যকরভাবে তা মহাকাশযানের জন্য একটি জ্বালানি স্টেশন হিসেবে বিবেচিত হবে। এই ধারণাটির ওপর ভর করে NASA তার ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার (VIPER) মিশন লঞ্চ করেছিল। যার উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে বরফের মানচিত্র তৈরি করা এবং তারপরে চন্দ্রপৃষ্ঠে ড্রিল করা।

NASA cancelled this important mission after spending billions of rupees.

তবে, বর্তমানে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, NASA গত ১৭ জুলাই এই মিশনটি খরচ এবং বিলম্বের চিন্তাকে মাথায় রেখে বাতিল করেছে। জানিয়ে রাখি যে, এই বিশেষ অভিযানের জন্য NASA-র খরচ হয়েছে ৩,৭০০ কোটি টাকারও বেশি। এদিকে, এই মিশনের লক্ষ্যে ব্যবহার করার জন্য রোভার ইতিমধ্যেই একত্র করা হয়েছিল এবং ল্যান্ডারটির নির্মাণ কাজ চলছিল বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার “X”-এ দাপট দেখালেন মোদী! গড়লেন বিরাট নজির, অভিনন্দন জানালেন মাস্ক

এমতাবস্থায়, NASA জানিয়েছে যে, তারা এই রোভারের জন্য সম্ভাব্য ক্রেতাদের সন্ধান করছে। যেটি চাঁদে অনুসন্ধান মিশনে ব্যবহার করা যেতে পারে। বিষয়টি পরিপ্রেক্ষিতে NASA-র বিজ্ঞান মিশন নির্দেশালয়ের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর নিকোলা ফক্স জানিয়েছেন যে, “এটি সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত। যেটি আমরা একটি অনিশ্চিত বাজেট পরিবেশে নিয়েছি।”

আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে রক্তক্ষয়ী আন্দোলন! দেশজুড়ে শুরু কারফিউ, মৃতের সংখ্যা শতাধিক

এদিকে, নতুন অনুমানগুলি থেকে মনে করা হচ্ছে যে, এই মিশনের জন্য আরও ১৭৬ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে এবং এটি ২০২৫ সালের শেষ নাগাদ লঞ্চের জন্য প্রস্তুত হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদে জলের উপস্থিতি অনুসন্ধানের জন্য NASA-র চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ভাইপার মিশন বন্ধ হওয়া সত্বেও NASA চাঁদে জলের উপস্থিতির অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর